রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধার খবর আমাদের উদ্বিগ্ন না করিয়া পারে না। সমকাল অনলাইনের এক প্রতিবেদন অনুযায়ী, বিগত ৩১ বৎসর যাবৎ বসন্ত উৎসবের আয়োজন করিয়া আসিতেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। এই বৎসর তাহাদের উদ্যোগে উক্ত অনুষ্ঠান চারুকলা অনুষদের বকুলতলা, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও উত্তরার ৩ নম্বর সেক্টরে হইবার কথা ছিল। তবে বকুলতলা ও বাহাদুর শাহ পার্কে এই উৎসব হইলেও উত্তরায় হয় নাই। বকুলতলায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জানাইয়াছেন, পুলিশের অনুমোদন গ্রহণ, সিটি করপোরেশনের ফি পরিশোধসহ নিয়ম অনুযায়ী সকল কিছু সম্পন্ন করিবার পরও উত্তরার কতিপয় ব্যক্তির ‘বাধার মুখে’ অনুষ্ঠানটি তাহারা আয়োজন করিতে পারেন নাই। 
কেবল বসন্ত উৎসব নহে; আমরা দেখিয়াছি সম্প্রতি দিনাজপুর ও জয়পুরহাটে নারীদের ফুটবল খেলায়ও বাধা প্রদান করা হইয়াছিল। গত ১২ ফেব্রুয়ারি টাঙ্গাইলের মধুপুরে লালন স্মরণোৎসবও ‘স্থগিত’ হইয়াছিল। বিশেষত গত পাঁচ মাসের অধিক সময়ে দেশের অন্তত ৯০টি মাজারে হামলা ও ভাঙচুর হইয়াছে। বিভিন্ন এলাকায় বাউল গান, এমনকি কনসার্ট ও সাধারণ গানের আসরেও আসিয়াছে বাধা। পাঠ্যপুস্তক হইতে বৈচিত্র্যের গ্রাফিতি অপসারণ এবং উহার প্রতিবাদে সংগঠিত আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনাও আমরা দেখিয়াছি। 

আমরা গভীর উদ্বেগের সহিত দেখিয়া আসিতেছি, সাধারণভাবে যাহা কিছু এই দেশের বহুপক্ষীয় ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির অংশ, উহার অনেক কিছুই বর্তমানে বিরোধিতার সম্মুখীন হইতেছে। বিশেষ বৈশিষ্ট্য, স্বীয় রক্ষণশীল মত অন্য সকলের উপর চাপাইয়া দিবার অপচেষ্টা করিয়া যাইতেছে একটি মহল। বিস্ময়কর হইল, আলোচ্য ঘটনাবলি এমন সময়ে ঘটিতেছে, যখন দেশে এমন একটি সরকার রহিয়াছে; যাহারা বিশেষত বহু মত ও বহু সংস্কৃতির সুরক্ষা নিশ্চিত করিবার অঙ্গীকারবদ্ধ। সত্য, অতীতের প্রায় সকল আমলে রাষ্ট্রের পরিচালকরা বিভিন্ন অপশক্তির প্রতি এক প্রকার তোষণ নীতি অনুসরণ করায় পরিস্থিতি জটিল রূপ ধারণ করিয়াছে। অতীতের দোহাই দিয়া পার পাওয়া যাইবে না, ইহাও স্বীকার করিতে হইবে।

বারো মাসে তেরো পার্বণের এই দেশে বসন্ত উৎসব কতটা গুরুত্ব বহন করে, উহা কাহারও অজানা নহে। এই জনপদে সহস্রাধিক বৎসরের ভাব আন্দোলনে মরমি কবি লালন সাঁইজির অবদানও সকলের জানা। ফলে এই সকল বিষয়ে বাধা প্রদান কোনো প্রকারেই মানিয়া লওয়া যায় না। আশার বিষয়, প্রতিবেদন অনুসারে শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সমঝোতা বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হইয়াছে যে, মধুপুরের লালন স্মরণোৎসব আগামী ২৩ ফেব্রুয়ারি উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হইবে। যেই সকল পক্ষের বাধায় অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়, তাহারাও ইহাতে সম্মতি প্রদান করিয়াছে। কিন্তু ইহাও স্মরণে রাখা প্রয়োজন, ইতোপূর্বে দিনাজপুরে যাহারা নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান পণ্ড করিয়া দিয়াছিল, প্রশাসনের হস্তক্ষেপে তাহারাও পরবর্তী সময়ে টুর্নামেন্টটি পুনরায় অনুষ্ঠিত হইবার ক্ষেত্রে সহযোগিতা করিয়াছিল। 

অন্যত্র অনুরূপ এক গোষ্ঠী একই প্রকার ফুটবল অনুষ্ঠানে বাধা প্রদান করিয়াছে। আমরা মনে করি, অন্তর্বর্তী সরকার অনতিবিলম্বে অন্যের অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপের এইরূপ প্রবণতার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ না করিলে কাজের কাজ হইবে না। জাতি হিসাবে আমাদের অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে সচেতন মহলেরও ধারাবাহিকভাবে সোচ্চার হইবার 
সময় আসিয়াছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বসন ত উৎসব অন ষ ঠ ন কর য় ছ হইয় ছ

এছাড়াও পড়ুন:

নতুন প্রেমিকার হাত ধরে ম্যাকাও উৎসবে আমির খান

রীনা দত্ত ও কিরণ রাও আজ আমির খানের জীবনে অতীত। গত মাসেই নতুন প্রেমের কথা জানিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট নিজেই। নতুন প্রেমিকা গৌরীর সঙ্গে সবার আলাপও করিয়ে দেন তিনি। আপাতত প্রেমের জোয়ারে ভাসছেন আমির। এবার চীনের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল নতুন জুটিকে। 

গত শনিবার ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি অনুষ্ঠানে যোগ দেন আমির। ওই অনুষ্ঠানের এক ঝলক এক্স হ্যান্ডেলে শেয়ার করেন আমিরের এক ভক্ত।

ভিডিওতে দেখা গেছে, গায়ে কালো রঙের শাল জড়ানো আমিরের। গৌরীর পরনে ছিল শাড়ি। দু’জনে হেঁটে যাচ্ছিলেন। এক পর্যায়ে গৌরীর হাত ধরে দাঁড় করান আমির। হাসিমুখে চীনের অভিনেতা শেং টেং এবং মা লি-র সঙ্গে এই জুটিতে ছবিও তোলেন।

বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী। এক সন্তানের মা। আমির খানের সঙ্গে তার বন্ধুত্ব ২৫ বছরের। মাঝে অবশ্য বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না আমির ও গৌরীর। রীনা এবং কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ফের যোগাযোগ। বছর দেড়েক আগে মন দেওয়া নেওয়া।

প্রথমে আমির ও গৌরীর সম্পর্কের কথা জানতে পারেননি কেউ। ৬০ তম জন্মদিনে সব লুকোছাপা শেষ। কেক কাটার অনুষ্ঠানে নাকি সকলের সঙ্গে গৌরীর পরিচয় করান আমির। সূত্র: আনন্দবাজার।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বৎসরের আবর্জনা দূর হয়ে যাক... এসো হে বৈশাখ’
  • আদিবাসীদের সঙ্গে নিয়েই পথ চলতে হবে
  • জাতির আসল পরিচয় তার সংস্কৃতি
  • বৎসরের আবর্জনা দূরীভূত হউক
  • দেশজুড়ে মেলার উৎসব-উদ্দীপনা
  • সংগীতের আবহে উৎসব
  • চৈত্র সংক্রান্তিতে বেরোবিতে ঘুড়ি উৎসব আয়োজিত
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে চৈত্রসংক্রান্তি উৎসব, শিকড়ে ফেরা, রঙে রাঙানো একদিন
  • নতুন প্রেমিকার হাত ধরে ম্যাকাও উৎসবে আমির খান
  • শূন্য সহিষ্ণুতা প্রদর্শন করুন