ভালোবাসার বসন্তে মানুষ বেশি, পাঠক কম
Published: 14th, February 2025 GMT
এজাজুল ইসলাম নিজের বইয়ে অটোগ্রাফ দিতে দিতে বললেন ‘আমার খেজুর গুড় আর মধু কোথায় রাখব?’ শ্রাবণ মেঘের দিন–এর সেই ‘ঢুলি’ চরিত্রের তুমুল জনপ্রিয় অভিনেতা ডাক্তার এজাজুল ইসলামের জন্য এক পাঠক গতকাল শুক্রবার মেলায় এসব বয়ে এনেছিলেন। হুমায়ূন আহমেদের হাত ধরে উঠে আসা রসিক চরিত্রের গুণী অভিনেতার এবার দুটি বই এসেছে সময় প্রকাশন থেকে। হুমায়ূন স্যারের চোখের জল এবং হুমায়ূন স্যারের শুটিং ও আমি। এজাজুল প্রথম আলোকে বলেন, ‘আমার জন্য এক বাচ্চা তার গাছের প্রথম পেয়ারাও নিয়ে এসেছিল। এসব ভালোবাসা মাপা যায় না কিছু দিয়ে।’ ছুটির দিন, পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস মিলিয়ে শুক্রবারের বইমেলার ভিড় খারাপ ছিল না। এমন অসংখ্য টুকরা টুকরা ঘটনা ঘটছিল মেলার বইয়ের দোকানের ভেতরে।
তবে ভালোবাসা দিবসের এই ভিড়ের অধিকাংশ মানুষের হাতে বইয়ের ব্যাগ তেমন দেখা গেল না। কেউ কেউ বই হাতে ধরে ছবি তুলে আবার টেবিলে নামিয়ে রেখে হেঁটে চলে গেল অনুতাপহীন মুখ করে।
হাওরের জলস্রোত সেলিনা হোসেন প্রথমা প্রকাশন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘গ্রে ডিভোর্স’ কী? কেন পরিণত বয়সে আলাদা হয়ে যাচ্ছেন দম্পতিরা
ছবি: পেক্সেলস