নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, চব্বিশের স্বাধীনতায় ছাত্রদের পাশাপাশি শ্রমিকদের ভূমিকা ছিল দৃশ্যমান।

তিনি আরো বলেন গতকাল হাসপাতালের বেডে যে লাশের সন্ধান মিলেছে সেইটিও শ্রমিক। শ্রমিকরা সব সময় নিরবে অগ্রনী ভূমিকা পালন করে।

নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চাষাঢ়া মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সংগঠনের সভাপতি হাফেজ আবদুল মোমিন’র সভাপতিত্বে ও সোলাইমান হোসাইন মুন্নার সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী শহিদুর রহমান বাংঙালী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ইকবাল আহমদ শ্যামল, বিশিষ্ট সমাজসেবক ক্যাপ্টেন মো.

দুলাল।

এসময় আরো অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফয়সুল, সহ-সাধারন সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম সিকদার, কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আজ সারা দিন মেলার দ্বার খোলা

বইমেলার মাহেন্দ্রক্ষণ হলো অমর একুশে ফেব্রুয়ারি। আজ মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করার মহিমায় উদ্ভাসিত দিনটিতে বইমেলার দুয়ার খুলবে সকাল সাতটায়। চলবে টানা রাত নয়টা পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার মেলার তথ্যকেন্দ্র থেকে এ ঘোষণা দেওয়া হচ্ছিল বারবার। গতকাল শহীদ দিবসের আগের দিন বরাবরের মতোই মেলায় লোকসমাগম আর বেচাকেনাও বেড়েছে। আজ ভালো বিক্রি হবে বলে আশা করছেন বিক্রেতারা।

গতকাল মেলায় এসেছিলেন দেশের অন্যতম প্রধান যাত্রা পালাকার অভিনেতা ও নির্দেশক মিলন কান্তি দে। প্রবীণ যাত্রাশিল্পী জানালেন, এবার নবান্ন প্রকাশনী থেকে এসেছে আমি এক যাত্রাওয়ালা নামে তাঁর আত্মজীবনী। এতে দেশের যাত্রাশিল্পের ইতিহাস এবং বর্তমান অবস্থাও উঠে এসেছে।

বইমেলা এখন প্রায় শেষ পর্যায়ে। অধিকাংশ প্রকাশনী থেকেই তাদের বেশির ভাগ নতুন বই প্রকাশিত হয়েছে। গতকাল তথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম এসেছে ১১২টি। এ বছর বিশিষ্ট কথাসাহিত্যিক রশীদ করীমের জন্মশতবর্ষ। তাঁর দুটি উপন্যাস ও ছোটগল্প, প্রবন্ধ, স্মারক বক্তৃতাসহ বিভিন্ন রচনা নিয়ে রশীদ করীম অমনিবাস প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ। এটি সম্পাদনা করেছেন প্রাবন্ধিক মফিদুল হক। দিব্যপ্রকাশ এনেছে কবি হেলাল হাফিজের কবিতা সমগ্র। আগামী এনেছে সুরকার সত্য সাহাকে নিয়ে তাঁর স্ত্রী রমলা সাহার স্মৃতিকথা আমার সত্য আমার জীবন, টাঙ্গন এনেছে প্রণব মজুমদারের প্রবন্ধ অর্থের কারবার, অন্যপ্রকাশ এনেছে সজল আশফাকের গল্প ইলিশ ইলিউশনস, ঐতিহ্য এনেছে শামিমা সুলতানার গবেষণা মধ্যযুগের বাংলা সাহিত্য: নানা প্রসঙ্গ, পাঞ্জেরী এনেছে দন্তস্য রওশনের ছোটদের অণুকাব্য।

প্রথমার স্টলে কাল যথেষ্ট ভিড় ছিল গ্রন্থানুরাগীদের। ব্যবস্থাপক জাকির হোসেন জানান, শহীদ দিবস সামনে থাকায় আহমদ রফিকের ভাষা আন্দোলন বইটি বেশি চলেছে। এ ছাড়া মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রমের সৈনিক জীবন: গৌরবের একাত্তর রক্তাক্ত পঁচাত্তর, মহিউদ্দিন আহমদের বিএনপি সময়-অসময়, মোস্তাক শরিফের কিশোর উপন্যাস তুমি রবে নীরবে, মশিউল আলমের উপন্যাস দ্বিতীয় খুনের কাহিনি, বিজ্ঞানবিষয়ক বই আবুল বাশার অনূদিত স্টিফেন হকিংয়ের বড় প্রশ্ন ছোট উত্তর বইগুলোর কাটতি ভালো ছিল।

লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় ঘটনা। অভ্যুত্থান নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েন এখনো চলমান। সাধারণভাবে ২০২৪ সালের আগস্ট মাসে অভ্যুত্থানের একটি পর্ব শেষ হয়েছে। সেই পর্বের তথ্য-উপাত্ত ও প্রাথমিক ঘটনাক্রমের নির্মোহ বিবরণ সংরক্ষণ করার চেষ্টা করা হয়েছে লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা বইটিতে।

রাজনৈতিক বিশ্লেষক ও লেখক আলতাফ পারভেজ অভ্যুত্থানের পটভূমি থেকে শুরু করে সাংস্কৃতিক পরিণতি পর্যন্ত অন্তত ১০টি ভাগে অভ্যুত্থানকালীন ঘটনাবলি বইটিতে নথিবদ্ধ করেছেন। অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা এবং তখনকার ঘটনাবলির বহুমাত্রিক দিক সামনে রেখে ভবিষ্যতে ইতিহাস লেখার কাজ এগিয়ে নিতে সহায়ক হবে বইটি।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রাথমিক স্তরে শেখার সক্ষমতা নিশ্চিত করতে হবে
  • পূবালী ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন 
  • পূবালী ব্যাংকের ‘বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন’ অনুষ্ঠিত
  • তিলধারণের ঠাঁই ছিল না
  • আবছায়া সময়ের আশ্চর্য কথন
  • এমসি কলেজে শিক্ষার্থী পেটানোর ঘটনায় পক্ষে-বিপক্ষে মিছিল, সমাবেশ
  • ইসলামি দলগুলো একই প্ল্যাটফর্ম থেকে প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা করছে: খেলাফত মজলিসের আমির
  • নবীজি (সা.)–র কোন জীবনী পড়বেন
  • আজ সারা দিন মেলার দ্বার খোলা
  • সর্বস্তরে বাংলা চাই, কিন্তু ৮ ফাল্গুনকে ২১ ফেব্রুয়ারি হিসেবে মনে রেখেছি