নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩০ মার্চ ২০২৫

 চব্বিশের স্বাধীনতায় শ্রমিকদের ভূমিকা ছিল দৃশ্যমান : মাও. মঈনুউদ্দিন  

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

 চব্বিশের স্বাধীনতায় শ্রমিকদের ভূমিকা ছিল দৃশ্যমান : মাও. মঈনুউদ্দিন  

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, চব্বিশের স্বাধীনতায় ছাত্রদের পাশাপাশি শ্রমিকদের ভূমিকা ছিল দৃশ্যমান।

তিনি আরো বলেন গতকাল হাসপাতালের বেডে যে লাশের সন্ধান মিলেছে সেইটিও শ্রমিক। শ্রমিকরা সব সময় নিরবে অগ্রনী ভূমিকা পালন করে।

নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চাষাঢ়া মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সংগঠনের সভাপতি হাফেজ আবদুল মোমিন’র সভাপতিত্বে ও সোলাইমান হোসাইন মুন্নার সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী শহিদুর রহমান বাংঙালী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ইকবাল আহমদ শ্যামল, বিশিষ্ট সমাজসেবক ক্যাপ্টেন মো. দুলাল।

এসময় আরো অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফয়সুল, সহ-সাধারন সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম সিকদার, কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: