চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল। এ জন্য ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে ভারত ক্রিকেট দল। তিন সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টে রোহিত শর্মা-বিরাট কোহলিদের সঙ্গে তাঁদের পরিবারের কেউ দুবাইয়ে যাবেন না। চ্যাম্পিয়নস ট্রফিতেই প্রথমবারের মতো কার্যকর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভ্রমণনীতি।

আরও পড়ুনকোহলিদের রেখে বেঙ্গালুরুর অধিনায়ক পতিদার কেন১৩ ঘণ্টা আগে

বিসিসিআইয়ের নতুন ভ্রমণনীতি অনুযায়ী, ন্যূনতম ৪৫ দিনের সফরে পরিবারের সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় কাটাতে পারবেন ভারতের খেলোয়াড়েরা। করাচিতে চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৯ মার্চের ফাইনালে। ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, ভারত ফাইনালে খেলবে—এটা বিবেচনায় রেখেও খেলোয়াড়দের পরিবারের সঙ্গ পেতে দেবে না বিসিসিআই।

ভারতের অনুশীলনে কোহলি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আর্থনা সম্মেলনে শীর্ষ নেতাদের নিয়ে তাস চেয়ারম্যানের লাঞ্চ মিটিং

 

কাতারের দোহায় ‘আর্থনা’ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বিশ্বের শীর্ষ নেতাদের নিয়ে লাঞ্চ মিটিং করেছেন তাস চেয়ারম্যান ও ইয়েমেনের অনারারি কনসাল কে এম মজিবুল হক।

আজ বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের এ মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেন ভাইস চেয়ারম্যান স্পেসএক্সের মিসেস লরেন ড্রেগার ভিপি, পিএমআইর ভাইস প্রেসিডেন্ট মিসেস নেভেনা ভিপি, ইলোন মাস্কের গ্লোবাল এনগেজমেন্টের সিনিয়র উপদেষ্টা রিচার্ড গ্রিফিথস, দ্য রয়েল হাইনেস কিং চার্লস ফাউন্ডেশনের সিইও ক্রিস্টিনা মুরিন, দ্য কমনওয়েলথ সহকারী মহাসচিব অধ্যাপক লুইস জি ফ্রান্সেশি।

বৈঠকে আধুনিক টেকসই উন্নয়নে উদ্ভাবনীপন্থা অনুসন্ধান, কূটনীতি ও বিশ্বব্যাপী উন্নয়নের মাধ্যমে সংলাপকে উৎসাহিত করা মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

দুইদিনব্যাপী আর্থনা শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’।

সম্পর্কিত নিবন্ধ