চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল। এ জন্য ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে ভারত ক্রিকেট দল। তিন সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টে রোহিত শর্মা-বিরাট কোহলিদের সঙ্গে তাঁদের পরিবারের কেউ দুবাইয়ে যাবেন না। চ্যাম্পিয়নস ট্রফিতেই প্রথমবারের মতো কার্যকর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভ্রমণনীতি।

আরও পড়ুনকোহলিদের রেখে বেঙ্গালুরুর অধিনায়ক পতিদার কেন১৩ ঘণ্টা আগে

বিসিসিআইয়ের নতুন ভ্রমণনীতি অনুযায়ী, ন্যূনতম ৪৫ দিনের সফরে পরিবারের সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় কাটাতে পারবেন ভারতের খেলোয়াড়েরা। করাচিতে চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৯ মার্চের ফাইনালে। ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, ভারত ফাইনালে খেলবে—এটা বিবেচনায় রেখেও খেলোয়াড়দের পরিবারের সঙ্গ পেতে দেবে না বিসিসিআই।

ভারতের অনুশীলনে কোহলি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলেছেন, চীন ও ভারতের আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করা উচিত। দুই দেশের সম্পর্ক ‘ড্রাগন-হাতির ট্যাঙ্গো’ নৃত্যের রূপ নেওয়া উচিত।

গতকাল মঙ্গলবার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরুর ৭৫তম বার্ষিকীতে চীন ও ভারতের প্রেসিডেন্টের পক্ষ থেকে পারস্পরিক অভিনন্দনবার্তা বিনিময় করা হয়।

২০২০ সালে হিমালয়ে দুই দেশের সীমান্তে সৈন্যদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা কমে এসেছে।

অভিনন্দন বার্তায় সি বলেছেন, প্রতিবেশীদের শান্তিপূর্ণভাবে সহাবস্থানের উপায় খুঁজে বের করা উচিত।

সি আরও বলেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় আরও গভীর করতে এবং সীমান্ত এলাকায় যৌথভাবে শান্তি রক্ষা করতে প্রস্তুত তাঁর দেশ।

সম্পর্কিত নিবন্ধ