ফাইল ছবি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বর্বর হামলায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয়, জেলা ও মহানগর শাখা। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এতে অংশ নেন। কর্মসূচি থেকে ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, ‘‘ফিলিস্তিনের মজলুম জনগণের ওপর ইসরায়েলের চলমান গণহত্যা আমাদের ব্যথিত করেছে। গাজায় গত ৮ এপ্রিল পর্যন্ত ইসরায়েলি হামলায় ২১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। এই বর্বরতার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আগ্রাসনের নেপথ্যে থাকা অন্যান্য কুশীলবদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।’’ 

বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী মহানগরের সভাপতি গুলবার আলী জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক রফিক আলম, সরকার শরিফুল ইসলাম, আফজাল হোসেন, ফজলুল করিম বাবলু প্রমুখ।
 

আরো পড়ুন:

সিরাজগঞ্জে হাতুড়িপেটায় যুবকের মৃত্যু

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছে তাদের মা: পুলিশ

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত নিবন্ধ