সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও তাঁর স্ত্রীর ২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ
ফাইল ছবি

সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী উষা রানী চন্দের ২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। সেই সঙ্গে উষা রানীর ১৬টি সঞ্চয়পত্রের হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

গত মঙ্গলবার খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শরীফ হোসেন হায়দার এ আদেশ দিয়েছেন। গতকাল বুধবার আদেশের কপি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১১ ফেব্রুয়ারি হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করেছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ। আজ বৃহস্পতিবার তিনি বলেন, নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে ঘুষ গ্রহণ করে নিয়োগবাণিজ্য, জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। সেই বিষয় নিয়ে দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয় থেকে অনুসন্ধান করা হচ্ছে।

দুদক উপপরিচালক আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে নারায়ণ চন্দ্র চন্দ, তাঁর স্ত্রীর নিজ ও তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের নামে থাকা সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ডাচ-বাংলা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের অধীনে থাকা হিসাবগুলোয় ১ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৮৩৫ টাকা পাওয়া গেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।