চুয়াডাঙ্গায় ৩ দিনে গ্রেপ্তার ১৯
Published: 12th, February 2025 GMT
চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টের আওয়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গত ৮ ফেব্রুয়ারি থেকে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কেউ কোনো অনৈতিক কর্মকাণ্ড করলে তাকে আইনের আওতায় আনা হবে। অভিযানে সাধারণ সাধারণ ও নীরিহ কোনো মানুষ যেন হয়রানীর শিকার না হয় সেদিকে পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে।”
ঢাকা/মামুন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ন্যাশনাল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪০ ও ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার একটি কনভেনশন সেন্টারে ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক জাকারিয়া তাহের, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শেখ আকতার উদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
সভায় ২০২২ ও ২০২৩ সমাপনী বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক নিয়োগসহ নির্ধারিত আলোচ্য সূচিসমূহ অনুমোদিত হয়।
এসময় ব্যাংকের শেয়ারহোল্ডারগণ ভার্চুয়ালের পরিবর্তে ফিজিক্যালি সভা আয়োজন করায় পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
শেয়ারহোল্ডারগণ প্রত্যাশা ব্যক্ত করেন যে, অচিরেই ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াবে ও পরবর্তী বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করতে সক্ষম হবে।
এছাড়া সভায় কোম্পানি আইন ১৯৯৪-এর ২০২০ সালের সংশোধনী অনুযায়ী ব্যাংকের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুসারে, ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর পরিবর্তে ন্যাশনাল ব্যাংক পিএলসি নামকরণ করা হবে।
সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা কার্যকর করা হবে।
বিএইচ