ঢাকা     সোমবার   ২৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৫ ১৪৩২

চুয়াডাঙ্গায় ৩ দিনে গ্রেপ্তার ১৯

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ১২ ফেব্রুয়ারি ২০২৫  
চুয়াডাঙ্গায় ৩ দিনে গ্রেপ্তার ১৯

জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা ১৯ জনকে গ্রেপ্তার করেছে

চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টের আওয়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “গত ৮ ফেব্রুয়ারি থেকে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কেউ কোনো অনৈতিক কর্মকাণ্ড করলে তাকে আইনের আওতায় আনা হবে। অভিযানে সাধারণ সাধারণ ও নীরিহ কোনো মানুষ যেন হয়রানীর শিকার না হয় সেদিকে পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে।”

ঢাকা/মামুন/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়