রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যেকোনো ধরনের আলোচনায় রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তাঁর শর্ত হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইউক্রেনকে পরিত্যাগ করবে না, এমন বোঝাপড়া থাকতে হবে। যুক্তরাজ্যের আইটিভিকে গতকাল রোববার দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় যুদ্ধ বন্ধের পাশাপাশি রুশ আগ্রাসন বন্ধ করার নিশ্চয়তা থাকবে। এর অর্থ তিনি নিরাপত্তার নিশ্চয়তা চান।

জেলেনস্কি বলেন, ‘সংঘর্ষ থামিয়ে দিলে তা বারবার আগ্রাসনের রূপে ফিরে আসবে। তাহলে কে পুরস্কার জিতবে এবং ইতিহাসে বিজয়ী হিসেবে নাম লেখাবে? কেউ না। এটা সবার জন্যই একটা চূড়ান্ত পরাজয় হবে। আমাদের জন্য এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ট্রাম্পের জন্যও এটা গুরুত্বপূর্ণ।

টানা তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের খুব দ্রুতই অবসান ঘটবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি। গত রোববার নিউইয়র্ক পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের শুরুর দিকের পর এই প্রথম মার্কিন ও রুশ দুই প্রেসিডেন্ট শুক্রবার সরাসরি টেলিফোনে কথা বলেছেন। তবে এ নিয়ে রুশ কর্তৃপক্ষ অনেকটাই চুপচাপ।

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেছেন, মার্কিন কূটনীতিকেরা এ সপ্তাহে ইউরোপে যাচ্ছেন। যুদ্ধ কীভাবে শেষ করা যায়, তার বিস্তারিত আলোচনা করবেন। তাঁরা উভয় পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ শুরু করবেন।

রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য তাঁরা ভালো কোনো প্রস্তাব এখনো পাননি। রাশিয়ার বৈধ স্বার্থ বিবেচনা করে এমন বাস্তব পদক্ষেপের মাধ্যমে আলোচনার বিষয় নির্ধারণ গুরুত্বপূর্ণ। এতে সংকটের মূল কারণগুলো বের করে তা বাস্তব উপায়ে সমাধানের প্রস্তুতি নেওয়া যাবে।

এদিকে রাশিয়ার পক্ষ থেকে গতকাল ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ছাড়া সুমি এলাকায় কয়েকটি ভবনে হামলা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তারা ৮১টি ড্রোনের মধ্যে ৬১টি ভূপাতিত করেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র র জন য

এছাড়াও পড়ুন:

বনশ্রীতে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন মোটরসাইকেল আরোহী যুবক

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার সড়কে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন মোটরসাইকেল আরোহী এক যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত ব্যক্তির নাম সৌরভ খান (৩১)। তিনি রাজধানীর পল্টন এলাকায় অবস্থিত একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন। স্বজন ও পুলিশের ধারণা, কোনো বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী সৌরভ গুরুতর আহত হয়েছিলেন।

সৌরভকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন তাঁর মামা সাইফুল ইসলাম। তিনি আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, সৌরভ গতকাল সকালে খিলগাঁওয়ের বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে যান। মধ্যরাতে তিনি মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে বনশ্রী এ ব্লকের শান্তা টাওয়ারের বিপরীত পাশের সড়কে তাঁর মোটরসাইকেলটিকে কোনো গাড়ি ধাক্কা দেয় বলে তাঁর ধারণা। এতে সৌরভ ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে তিনি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সৌরভকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে সৌরভকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, বেপরোয়া গতির কোনো ট্রাক বা অন্য কোনো গাড়ি সৌরভের মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে তাঁরা ধারণা করছেন।

সৌরভের গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তাঁর বাবা মো. জাকির হোসেন। সৌরভের স্ত্রী ও তিন বছর বয়সী একটি মেয়ে আছে।

সম্পর্কিত নিবন্ধ