ইউক্রেনের পূর্ব ও উত্তর-পূর্ব দিকের আরও দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনারা উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের নোভোমলিনস্ক নামের একটি গ্রাম দখল করেছেন। ওস্কিল নদী পার হয়েই রুশ সেনারা গ্রামটি দখল করেছেন। এত দিন পর্যন্ত নদীটির দুই তীর দুই দেশের সেনাদের দখলে ছিল।

গ্রামটি খারকিভের পূর্ব দিকে অবস্থিত। এ অঞ্চলের কয়েকটি স্থানের রণক্ষেত্রের সম্মুখভাগ (ফ্রন্টলাইন) এসে মিলেছিল এই গ্রামে। সম্প্রতি ওস্কিল নদীর ওপর রুশ সেনারা একটি সাময়িক সেতু তৈরি করেন এবং গ্রামটি ধীরে ধীরে দখল করতে থাকেন।

রুশ বাহিনীর দখল করা দ্বিতীয় গ্রামটির নাম বারানভকা। এটি ওচেরেটিন শহরের উত্তরে অবস্থিত। কয়েক মাস চেষ্টার পর গ্রামটি দখল করল রুশ বাহিনী।

ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রাম বা বসতি দখল করছে রাশিয়া।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্ণ হবে ২৪ ফেব্রুয়ারি। এখন দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে উভয় পক্ষ রণক্ষেত্রে নিজেদের অর্জন বাড়াতে চেষ্টা করছে।

গত কয়েক মাসে ইউক্রেনের পূর্ব দিকের দনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রগতি বেড়েছে। ইউক্রেনের সেনারা আপ্রাণ চেষ্টা করছেন, রুশদের অগ্রগতি ঠেকাতে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র

এছাড়াও পড়ুন:

চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ারদের তালিকায় প্রকাশ, আছেন এক বাংলাদেশি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াতে আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি। তার আগে আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি, ২০২৫) এই টুর্নামেন্টের আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যে তালিকায় ১২ জন আছেন আম্পায়ার। তিনজন আছেন ম্যাচ রেফারি। তারা হলেন- ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ড্রু পাইক্রফট।

১২ জন আম্পায়ারের মধ্যে আছেন একজন বাংলাদেশিও। তিনি আর কেউ নন শারফদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এছাড়াও আছেন- কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, মাইকেল গফ, আড্রিয়ান হোল্ডস্টোক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবরা, আহসান রেজা, পল রাইফেল, রড টাকার, আলেক্স ওয়ার্ফ ও জোয়েল উইলসন।

এর মধ্যে ৬ জন আম্পায়ার ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালন করেছিলেন। তার মধ্যে কেটেলবরা ২০১৭ আসরের ফাইনালে মাঠে দায়িত্ব পালন করেছিলেন। যিনি এ পর্যন্ত ১০৮টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন। তার সঙ্গে আছেন গাফানি, ধর্মসেনা, ইলিংওর্থ, রাইফেল ও টাকার। তারাও ২০১৭ আসরে দায়িত্ব পালন করেছিলেন।

আরো পড়ুন:

‘স্ট্রেচার’ থেকে নেমে আলিসের ‘চার’, শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে চিটাগং

হেটমায়ার ঝড়ে শেষ চার ওভারে ৬৯, খুলনার চ্যালেঞ্জ

ধর্মসেনা এ পর্যন্ত ১৩২টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন। যা শ্রীলঙ্কার কোনো আম্পায়ারের সর্বোচ্চ। এছাড়া কেটেলবরা ও ইলিংওর্থ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করেছিলেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ