যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসির বদলে ২৫ শতাংশ ছাড়ে ওয়ালটনের নতুন এসি
Published: 5th, February 2025 GMT
গ্রাহকদের হাতে উচ্চ গুণগত মানের পণ্য তুলে দেওয়ার পাশাপাশি আরো উন্নত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে বদ্ধপরিকর দেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন।
এরই ধারাবাহিকতায় পণ্যের মানের শ্রেষ্ঠত্বের আত্মবিশ্বাসে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের ইনভার্টার এসির পিসিবিতে ৫ বছরের ওয়ারেন্টি সুবিধা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে একমাত্র ওয়ালটনই ইনভার্টার এসির পিসিবিতে এত দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি দিচ্ছে। সেইসঙ্গে থাকছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ ইনভার্টার এসির কম্প্রেসারে ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি, ৩ বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি, ১ বছরের ফ্রি সার্ভিস এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা। ক্রেতারা চলতি বছরের ফেব্রুয়ারির ১ তারিখ থেকে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের ক্ষেত্রে এসব বিক্রয়োত্তর সুবিধা পাচ্ছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে এসির বিক্রয়োত্তর সেবায় এসব সুবিধা ঘোষণা করে ওয়ালটন কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইউসুফ আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো.
অনুষ্ঠানে উদ্বোধন করা হয় ‘এসি এক্সচেঞ্জ অফার’। এর আওতায় গ্রাহকরা আবারো যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসির বদলে ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার-সমৃদ্ধ নতুন মডেলের এসি কেনার সুযোগ পাচ্ছেন। পুরনো এসি জমা দিলে গ্রাহক তার পছন্দকৃত নতুন ওয়ালটন এসির মূল্য থেকে ২৫ শতাংশ ছাড় পাবেন।
ওয়ালটন এসির সিবিও মো. তানভীর রহমান জানিয়েছেন, এসির গুণগত মান আরো উন্নত করার পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সংযোজনে প্রতিনিয়ত কাজ করছে ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের প্রকৌশলীরা। তাদের অক্লান্ত পরিশ্রমে ওয়ালটন এসির মান হয়েছে অনেক উন্নত। মানের শ্রেষ্ঠত্বের আত্মবিশ্বাসেই নির্দিষ্ট মডেলের ইনভার্টার এসির পিসিবি একমাত্র ওয়ালটনই ৫ বছরের ওয়ারেন্টি সুবিধা ঘোষণা করেছে। পাশাপাশি, আসন্ন গরমে পুরাতন এসির গ্রাহকদের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে ওয়ালটনের এসি এক্সচেঞ্জ অফার। এর আওতায় গ্রাহকরা সহজেই ঘরের পুরাতন এসি বদলে সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার-সমৃদ্ধ ওয়ালটনের নতুন এসি কিনতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ অর্জনের পর বাজারজাত করা হয়। আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ৮২টি সার্ভিস সেন্টারের মাধ্যমে দেশব্যাপী ওয়ালটন এসির গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে। অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ সার্ভিস ইঞ্জিনিয়ার দ্বারা প্রতি ১০০ দিন পর পর এসির গ্রাহকদের দেওয়া হচ্ছে ফ্রি ক্লিনিং সার্ভিস।
ঢাকা/একরাম/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র হকদ র ন এস র এস র গ বছর র
এছাড়াও পড়ুন:
পুলিশের নতুন লোগো প্রকাশ
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এটি ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা।
বাংলাদেশ পুলিশের বর্তমান লোগোতে থাকা পাল তোলা নৌকা বাদ পড়ছে। আর স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে লেখা রয়েছে— ‘পুলিশ’।
চিঠিতে আরও বলা হয়, প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এর অংশ হিসেবে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সব ধরনের সংশ্লিষ্ট সামগ্রীতে নতুন লোগোর ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলা হয়েছে।