ঘরের মাঠে ৩৪ বছর পর উইন্ডিজের বিপক্ষে হারল পাকিস্তান
Published: 27th, January 2025 GMT
ওয়েস্ট ইন্ডিজকে কাবু করতে ঘরের মাঠে উইকেটে মরণ ফাঁদ পেতেছিল পাকিস্তান। তবে শান মাসুদের দল শেষ পর্যন্ত নিজেদের সেই ফাঁদেই ধরা পড়ল। জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল ১৭৮ রান; হাতে ছিল ৬ উইকেট। তবে যে বধ্যভুমিতে ১০ উইকেট নিয়েও ১৭৮ রান তাড়া করা কঠিন, সেখানে সেরা ৪ ব্যাটসম্যানকে হারিয়ে কিভাবে এত বড় লক্ষ্য অর্জন করবে পাকিস্তান?
মুলতানে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সেই অসাধ্যকে সাধনও করতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। ২৫৩ রান তাড়া করতে নামা পাকিস্তানকে ১৩৩ রানে গুটিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতেছে ১২০ রানে। ফলে ৩৪ বছর পর তারা জয় পেয়েছে পাকিস্তানে। সবশেষ জিতেছিল ১৯৯০ সালের নভেম্বরে।
বিস্তারিত আসছে.
আরো পড়ুন:
মুলতানে অনেক রেকর্ডের দিনে পিছিয়ে পাকিস্তান
আইএসআই কর্মকর্তাদের ঢাকা ‘সফরের গুজব’, নয়াদিল্লির পাত্তা
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সোনার দাম সকালে বাড়ল বিকেলে কমল
বৈশ্বিক বাজারে দাম কিছুটা কমায় দেশের বাজারেও সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ৩৪২ টাকা কমেছে। তারপরও ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা লাগবে।
সোনার নতুন এই দর আজ বুধবার বিকেল ৪ টাকা ১৫ মিনিটে সারা দেশে কার্যকর হয়েছে বলে জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তার কয়েক মিনিট পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমান।
আজ দিনের শুরুতে সোনার দাম ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা বৃদ্ধি পায়। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয় প্রায় ১ লাখ ৭৮ হাজার টাকা। দেশের সোনার বাজারে ইতিহাসে এটিই সর্বোচ্চ দাম। বিকেলে আবার দর কমানো হয়।
আজ বিকেলে কার্যকর হওয়া দাম অনুযায়ী, দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হবে ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।
বিকেলে দাম কমার আগপর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ২০ হাজার ৫১২ টাকায় বিক্রি হয়েছে। তার মানে, প্রতি ভরি সোনার দামে ২২ ক্যারেটে ৫ হাজার ৩৪২ টাকা, ২১ ক্যারেটে ৫ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেটে ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমেছে ৩ হাজার ৭৩২ টাকা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পর সোনার দাম হু হু করে বাড়ছিল। ৯ এপ্রিল তিন মাসের জন্য পাল্টা শুল্ক আরোপ স্থগিত করলে সোনার দাম একটু কমে আবার বাড়তে শুরু করে। কারণ, পাল্টা শুল্ক স্থগিত হলেও ন্যূনতম ১০ শতাংশ শুল্ক সব দেশের ওপর কার্যকর করা হয়। বিশ্ববাজারে গতকাল মঙ্গলবার সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলার স্পর্শ করেছিল, যা যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের ওপর পাল্টা শুল্ক কমানোর ইঙ্গিত দেওয়ার পাশাপাশি ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্ত করার হুমকি থেকে সরে আসায় আজ সোনার দাম কমতে শুরু করে। রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, স্পট মার্কেটে আজ সোনার দাম ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৩২৮ ডলার হয়েছে।
মূলত বিশ্ববাজারে সোনার দামে পতন শুরু হওয়ায় দেশেও দাম সংশোধন করেছে জুয়েলার্স সমিতি। যদিও তারা বরাবরের মতো বলেছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম হ্রাস পেয়েছে।