দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৫
Published: 26th, January 2025 GMT
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের হামলায় ১৫ জন নিহত হয়েছে এবং ৮০ জনেরও বেশি আহত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরেও এবং হিজবুল্লাহকে এলাকা থেকে সরিয়ে নেওয়ার পরেও ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের কিছু অংশে অবস্থান করছে।
ইসরায়েল জানিয়েছে,হিজবুল্লাহর সাথে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হয়নি এবং লেবাননে তাদের কতজন সেনা রয়ে গেছে বা কতদিন থাকবে তা এখনো স্পষ্ট নয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দখলদারিত্বাধীন স্থানে প্রবেশের চেষ্টা করার সময় লোকজনের উপর হামলা চালিয়েছে।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে তাদের একজন সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের ‘বিভিন্ন এলাকায় সতর্কীকরণ গুলি’ চালিয়েছে। তবে কেউ আহত হয়েছে কিনা তা নির্দিষ্ট করে জানানো হয়নি। ‘আসন্ন হুমকি’ হওয়ায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল ব নন র ইসর য
এছাড়াও পড়ুন:
গভীর রাতে ডাকাডাকি, বের হতেই যুবককে হত্যা
ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড দিয়ে আঘাত করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ এপ্রিল) ভোররাত ৩টার দিকে উপজেলার কাশীপুর বেদে পল্লীতে এ ঘটনা ঘটে।
নিহত আবু তালেব (৩২) বেদে পল্লী এলাকার মৃত আয়ুব হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল হোসেন (৩২) একই এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত ৩টার দিকে আবু তালেবের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করেন রুবেল। এসময় আবু তালেব ঘর থেকে বের হলে তার বুকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘‘লোহার রড দিয়ে আঘাত করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব