ঢাকা     বুধবার   ০৯ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৬ ১৪৩১

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ২৬ জানুয়ারি ২০২৫  
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৫

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের হামলায় ১৫ জন নিহত হয়েছে এবং ৮০ জনেরও বেশি আহত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরেও এবং হিজবুল্লাহকে এলাকা থেকে সরিয়ে নেওয়ার পরেও ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের কিছু অংশে অবস্থান করছে।

ইসরায়েল জানিয়েছে,হিজবুল্লাহর সাথে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হয়নি এবং লেবাননে তাদের কতজন সেনা রয়ে গেছে বা কতদিন থাকবে তা এখনো স্পষ্ট নয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দখলদারিত্বাধীন স্থানে প্রবেশের চেষ্টা করার সময় লোকজনের উপর হামলা চালিয়েছে।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে তাদের একজন সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের ‘বিভিন্ন এলাকায় সতর্কীকরণ গুলি’ চালিয়েছে। তবে কেউ আহত হয়েছে কিনা তা নির্দিষ্ট করে জানানো হয়নি। ‘আসন্ন হুমকি’ হওয়ায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়