দেশজুড়ে চলছে ওয়ালটন এসির ফ্রি সার্ভিস ক্যাম্পেইন
Published: 26th, January 2025 GMT
গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে দেশজুড়ে ফ্রি সার্ভিস ক্যাম্পেইন চালাচ্ছে দেশের নম্বর ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে ওয়ালটন এসির গ্রাহকদের ফ্রি ক্লিনিং সার্ভিস দেওয়া হচ্ছে। গ্রাহকরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা পাবেন।
সারা দেশের গ্রাহকদের জন্য ওয়ালটন অন্যতম টেক জায়ান্ট ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটনের এয়ার কন্ডিশনার (এসি) গ্রাহকদের বিক্রয়োত্তর সেরা ফ্রি সার্ভিস ক্যাম্পিং এবং বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এসি বিক্রয়োত্তর সেবার দুই দিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
মাহাবুব আলম মৃদুলের মৃত্যুবার্ষিকীতে সারা দেশে মিলাদ ও দোয়া
বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ওয়ালটন শুধু পণ্য বিক্রয়ই করে না, গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে বিশেষ গুরুত্ব দেয়। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের আন্তর্জাতিক মানসম্পন্ন আরো উন্নত সেবা দিতে বিশেষজ্ঞ প্রশিক্ষক দ্বারা ওয়ালটন সার্ভিস এক্সপার্টদের উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার এই উদ্যোগ। এই প্রশিক্ষণের মাধ্যমে সার্ভিস এক্সপার্টদের দক্ষতা ও সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে”।
প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে ওয়ালটন এসি সার্ভিস সেকশনের টিম লিডাররা অংশ নিয়েছে। কর্মশালার প্রথম দিনের সেশন পরিচালনা করেন মো. রওশন আলী বুলবুল।
এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, ওয়ালটনের চিফ সার্ভিস অফিসার মো. নেয়ামুল হক, ওয়ালটন এসি কাস্টমার সার্ভিসের ইনচার্জ মো. আরিফুজ্জামান প্রমুখ।
ঢাকা/পলাশ/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র হকদ র
এছাড়াও পড়ুন:
ভিডিও করার সময় পা ফসকে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় ভিডিও তৈরি করতে বাড়ির ছাদ থেকে পড়ে সাকিব আহমদ নামে এক তরুণ মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। একটি দোকানে কাজ করতেন সাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে একটি বাড়ির দু’তলার ছাদে উঠেন। ভিডিও করার সময় পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক মো. মারফত আলী সমকালকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।