অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে পুতিনের
Published: 23rd, January 2025 GMT
ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়া নিষেধাজ্ঞার মুখোমুখি হবে– যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির মধ্যেই ইউক্রেনের কয়েকটি শহর লক্ষ্য করে অন্তত ৯৯টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। এ ছাড়া মঙ্গলবার রাতভর হামলায় ২০ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেডোরভের বলেন, হামলায় সেখানকার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে।
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর সুমি ও দক্ষিণাঞ্চলের শহর মাইকোলাইভ লক্ষ্য করে অন্তত ৯৯টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ছাড়া ইউক্রেনের সামরিক বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভের সামরিক অস্ত্র ঘাঁটির পাশাপাশি কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে মস্কো। অন্যদিকে, ৬৫টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। একই সঙ্গে রাশিয়ার তেল ডিপো ও সামরিক কারখানা লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতির সংকট নিয়ে ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছেন। পরিস্থিতি সম্বন্ধে অবগত পাঁচটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে শ্রমিক ঘাটতি এবং রেকর্ড সামরিক ব্যয়ের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি চালু করা সুদের উচ্চ হারের দরুন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি কিছুটা চাপে পড়েছে।
অন্যদিকে, চলমান ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় ১ হাজার সেনা নিহত হয়েছেন। এমনটাই জানিয়েছেন পশ্চিমা কর্মকর্তারা। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা নিহত হন।
রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা হলেও, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি মস্কো ও কিয়েভ। তবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেখা দিয়েছে যুদ্ধবিরতির সম্ভাবনা। খবর বিবিসি ও আলজাজিরার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘বরবাদ’ কি বরবাদ করতে পারবে
শাকিব খানের নতুন সিনেমার খবরে তাঁর দর্শকেরা যেমন আনন্দিত হন। একইভাবে আনন্দিত হন হল কর্তৃপক্ষও। ধুলা ঝেড়ে নতুন পোস্টারে সেজে ওঠে হলগুলো। ‘বরবাদ’ সিনেমার মুক্তি উপলক্ষে এমনটায় চোখে পড়েছে ঢাকার মধুমিতা সিনেমা হল প্রাঙ্গণে। বরবাদের ছোঁয়ায় যেন প্রাণ পেয়েছে হলটি। বরবাদের টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় আছেন। আশা বরবাদের পরশে বরবাদ হয়ে যাওয়া। বরবাদ কি সত্যিই বরবাদ করতে পারবে?
২০২৪ সালে ‘তুফান’ দিয়ে হল মাতিয়েছিলেন শাকিব খান। সিনেমা হল প্রাঙ্গণে এত হুল্লোড় বহুদিন পর দেখা গিয়েছিল। শুধু তা–ই না, মধুমিতা হলে টিকিট না পাওয়ার ক্ষোভ থেকে ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছিল। ‘তুফান’ দেখে দর্শক আনন্দ পেয়েছিলেন। বলা চলে, তুফান এসেছিল তুফানের মতোই। তুফানের নির্মাণ, গল্প, গান সব মিলেমিশে এক হয়ে গিয়েছিল বলেই, এমনটা ঘটেছে বলে দর্শকমত রয়েছে। বিশেষ করে তুফানের গানগুলোর কথা বলতে হবে। ‘লাগে উরাধুরা’ ‘দুষ্টু কোকিল’ গান দুটি সিনেমাটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তাছাড়া শাকিব খানও চমৎকারভাবে ‘তুফান’ চরিত্রটিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। তাঁর কথা বলার ধরন, অঙ্গভঙ্গি থেকে প্রতিটি দৃশ্যায়নে মুহুর্মুহু ‘তুফানি’ জোশ উপভোগ করেন দর্শক। পাশাপাশি অন্য কলাকুশলীরাও প্রাণবন্ত অভিনয় করেছেন।
আরও পড়ুন‘বরবাদ’-এর টিজার: শাকিব কি শাকিবকেই ছাড়িয়ে যাবেন২৭ ফেব্রুয়ারি ২০২৫‘বরবাদ’ ছবির পোস্টার