মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর থেকে বিশ্বনেতারা তার ভালো দিকগুলো তুলে ধরার জন্য তাড়াহুড়ো করছেন, অর্থাৎ চাটুকারিতা শুরু করেছেন। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে ইউক্রেন। রবিবার এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ট্রাম্পকে চাটুকারিতা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নববর্ষের ভাষণে বলেছিলেন, “তার কোনো সন্দেহ নেই যে নতুন আমেরিকান প্রেসিডেন্ট শান্তি অর্জন ও পুতিনের আগ্রাসনের অবসান ঘটাতে ইচ্ছুক এবং সক্ষম।”

এর মাত্র কয়েকদিন পরে জেলেনস্কি একজন আমেরিকান পডকাস্টারকে জানিয়েছিলেন, ট্রাম্প জিতেছেন কারণ তিনি কমলা হ্যারিসের চেয়ে ‘অনেক শক্তিশালী’। এছাড়া ট্রাম্প ‘দেখিয়েছেন যে তিনি বুদ্ধিবৃত্তিক এবং শারীরিকভাবে এটি (নির্বাচনে বিজয়ী হওয়া) করতে পারেন।’

ট্রাম্পকে তোষামোদে চেষ্টাকারী বিশিষ্ট ইউক্রেনীয়দের মধ্যে জেলেনস্কি অবশ্য একা নন। গত বছরের নভেম্বর মাসে জেলেনস্কির দলের একজন এমপি ট্রাম্পকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্টকে তোষামোদি ইউক্রেনের সম্পূর্ণ নতুন কোনো পদ্ধতিও নয়। ২০১৯ সালের সিএনএন-এর একটি মতামত নিবন্ধে জেলেনস্কি ট্রাম্পকে ‘মহান শিক্ষক’ বলে প্রশংসা করেছিলেন।

২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদ শেষে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠ হয়ে ওঠেন জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে এখনো পর্যন্ত সবচেয়ে বড় সহযোগিতা দিয়ে গেছে বাইডেন প্রশাসন। নভেম্বরের নির্বাচনে ট্রাম্প বলেছিলেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে পারবেন। তবে এর জন্য ইউক্রেনকে তার কিছু ভূমি রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে।

ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের পলিসি ফেলো জোয়ানা হোসা সিএনএনকে বলেন, “দুর্ভাগ্যবশত, ট্রাম্পের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ করার বিলাসিতা নেই জেলেনস্কির। ইউক্রেনের পক্ষে সর্বোত্তম ফলাফল নিশ্চিত করার জন্য ট্রাম্পকে অন্তত ইউক্রেনের পক্ষে আনার চেষ্টা করতে হবে, যা আমেরিকান সমর্থনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল।”

তিনি বলেন, "তার (জেলেনস্কির) সামনে একটাই পথ খোলা: ট্রাম্পকে তোষামোদ করা নতুবা পুতিনের কাছে আত্মসমর্পণ করা। তবে ভালো ফলাফলের চাটুকারিতা একটি ছোট মূল্য।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র র জন য

এছাড়াও পড়ুন:

‘বিসিবি আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে বিসিবির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যা তার কোচিং ক্যারিয়ারের ভবিষ্যত ধ্বংস করে দিয়েছে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে হাথুরুসিংহের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বরখাস্ত করে বিসিবি। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন হাথুরুসিংহে। তার ভাষায়, ‘তারা আমাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার কোনো সুযোগ দেয়নি। শুধু অভিযোগের ভিত্তিতে আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে।’

সেই সময়কার রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত উদ্বেগও তুলে ধরেছেন হাথুরুসিংহে। জানান, বরখাস্ত হওয়ার পর তিনি নিজেকে চরম নিরাপত্তাহীন মনে করছিলেন। ‘সাধারণত আমার সঙ্গে একজন ড্রাইভার ও একজন বন্দুকধারী থাকত। কিন্তু ওই দিন শুধু ড্রাইভার ছিল। তখনই বুঝেছিলাম, কিছু একটা ঘটেছে।’

ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে টিভিতে নিজের চাকরিচ্যুতির খবর দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ব্যাংক ম্যানেজারও তাকে সতর্ক করে বলেন, রাস্তায় বের হলে বিপদ হতে পারে। পরে এক বন্ধুর সহায়তায় টুপি ও হুডি পরে মধ্যরাতের ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন এই শ্রীলঙ্কান কোচ। নাসুমের ঘটনার ব্যাখ্যায় হাথুরু বলেন, ‘আমি কাউকে চড় মারিনি। আসলে আমি ব্যাটসম্যানদের গ্লাভস পাঠাতে বলছিলাম, তাই পিঠে হালকা টোকা দিই। এটাকে চড় বলা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা।’

এই ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক সহকারী কোচ নিক পোথাস ও স্পিন কোচ রঙ্গনা হেরাথও। হেরাথ বলেন, ‘বিশ্বকাপে তার চারপাশে সবসময় ক্যামেরা ছিল। এমন কিছু ঘটলে তার ভিডিও বের হতোই।’ পোথাস যোগ করেন, ‘এটা খুবই স্পষ্ট যে, কেউ হয়তো তার প্রতি ব্যক্তিগত ক্ষোভ থেকে এ ধরনের অভিযোগ এনেছে।’

হাথুরুসিংহে মনে করেন, তাকে বরখাস্ত করা ছিল বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের পরিকল্পিত পদক্ষেপ। ‘আমি জানি না, গত ছয় মাসে কতগুলো চাকরির সুযোগ হারিয়েছি। বিসিবি শুধু আমার চাকরি নয়, আমার পুরো কোচিং ক্যারিয়ার শেষ করে দিয়েছে,’ বলেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ

  • বরিশাল বিশ্ববিদ্যালয়: আবারও উপাচার্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা
  • আবারও উপাচার্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা, ক্ষমা চাইতে আলটিমেটাম
  • ঘরোয়া বাজি এবং ফেসবুক সমাচার
  • যৌন হয়রানি নিয়ে বেরোবি প্রক্টরের বক্তব্য ঘিরে তুমুল বিতর্ক
  • চিকিৎসাকর্মীদের হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েলি বক্তব্য মিথ্যা: গাজা কর্তৃপক্ষ
  • জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রে
  • ক্যাথলিক ধর্মগুরু পোপের কাজ কী?
  • ক্ষমতার প্রথম ১০০ দিনে ট্রাম্পের যত আলোচিত উক্তি
  • আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক হুগো গাত্তি আর নেই
  • ‘বিসিবি আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে’