Prothomalo:
2025-04-06@01:50:03 GMT

পাথরের এক রাজ্য, আছে তার রাজাও

Published: 12th, January 2025 GMT

রাজ্যের বাসিন্দাদের নড়াচড়ার ক্ষমতা নেই। তারা সবাই পাথর। কোনোটি বড়, কোনোটি ছোট। কোনোটিতে আছে নানা ধরনের নকশা আর খাঁজ। এমন পাথরের রাজ্যে আছে একজন রাজাও। নাম বংডহ। কাল্পনিক নয়, বাস্তবেই রয়েছে এমন পাথরের রাজ্য।

বান্দরবানের থানচি উপজেলার ১২ কিলোমিটার দূরে তিন্দু গেলে দেখা মিলবে এই পাথরের রাজ্যের। সাঙ্গু নদের স্রোতে পাথুরে পাহাড় ভেঙে জন্ম নিয়েছে এখানকার পাথরগুলো। সেখানে পাথরের সন্তানদের নিয়ে মুকুট পরে বসে রয়েছে পাথরের রাজা বংডহ।

পাথরের রাজ্যের রাজা বা বংডহ। সম্প্রতি তোলা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ছুটির পর প্রাণ ফিরল বাংলাবান্ধা বন্দরে

ঈদুল ফিতর উপলক্ষে আটদিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে বন্দরের কার্যক্রম।

বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন। তিনি বলেন,গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে মোট আটদিন ব্যবসায়িক সব কার্যক্রম বন্ধ রাখা হয়। আজ রোববার সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের সাব ইন্সপেক্টর ফিরোজ কবীর জানান, ঈদের টানা আটদিন ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

সম্পর্কিত নিবন্ধ