ডামুড্যায় পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা বিএনপির কমিটি বাতিলের দাবিতে আজ রোববার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন দলটির এক পক্ষের নেতা–কর্মীরা। মিছিলকারীদের অনেকের হাতে ঝাড়ু দেখা যায়।
গত ৮ ফেব্রুয়ারি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেন। এরপর গত ৭ মার্চ ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকে দলের একটি পক্ষ এর বিরোধিতা করে আসছিল। পক্ষটি আজ রোববার বিক্ষোভের আয়োজন করে।
ডামুড্যা পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি আবদুর রাজ্জাক মাঝি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহের বিক্ষোভে নেতৃত্ব দেন।
আবদুর রাজ্জাক মাঝি প্রথম আলোকে বলেন, ‘দলীয় প্রার্থীর বিরুদ্ধে পৌরসভা নির্বাচন করার অভিযোগে ২০২১ সালে আলমগীর হোসেন দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তাঁকেই পুনরায় পৌরসভা বিএনপির দায়িত্ব দেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত একজন নেতাকে যদি দল সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়, তাহলে তৃণমূলের কর্মীরা সেটা মানবেন না। আহ্বায়ক কমিটি ঘোষণার আগে তৃণমূলের কোনো মতামত জেলা কমিটি নেয়নি। আমরা তৃণমূলের অসন্তুষ্টির কথা কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। গত এক মাসেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি। তাই স্থানীয় নেতারা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।’
ডামুড্যা পৌরসভা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন মাদবর প্রথম আলোকে বলেন, যাঁরা বিএনপির নতুন কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাঁরা মূলত আওয়ামী লীগের দোসর। বিএনপির কমিটিতে থেকেও তাঁরা দলীয় প্রতীকের বিরুদ্ধে ২০১৮ সালে অবস্থান নিয়েছিলেন। এখন দলের সুদিন আসছে ভেবে বিশৃঙ্খলা করে দলে ভালো পদ নেওয়ার জন্য এমন করছেন। তাঁরা কখনো বিএনপিতে পদ পাবেন না।
জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, একটা কমিটি গঠন করার পর পদবঞ্চিতরা একটু তৎপর হন। ডামুড্যার ক্ষেত্রেও তা–ই ঘটেছে। যখন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, তখন অনেকেই যোগ্যতা অনুযায়ী পদ পাবেন। এ জন্য দলীয় সিদ্ধান্ত মানতে হবে, ধৈর্য ধরতে হবে।