টানা ২৪ ম্যাচে হারেনি বার্সেলোনা, রেকর্ড কত ম্যাচের
২০২৫ সালটা কী অসাধারণ কাটছে বার্সেলোনার! এপ্রিলের মাঝামাঝি সময়ে এসেও হান্সি ফ্লিকের দল অপরাজিত। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা, লা লিগায় শীর্ষে ৭ পয়েন্টে এগিয়ে থেকে। এর চেয়ে বেশি আর কী চাওয়ার থাকতে পারে বার্সা সমর্থকদের!
সর্বশেষ গতরাতে লেগানেসের মাঠে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। আত্মঘাতী গোল করেছেন লেগানেসের ডিফেন্ডার হোর্হে সায়েন্স। ৩১ ম্যাচে ২২ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭০। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
এ নিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। ক্লাব ইতিহাসে এর চেয়ে বেশি টানা ম্যাচ অপরাজিত থাকার কীর্তি আছে আর মাত্র তিনবার।
২০০৫-০৬ মৌসুমে ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনেও টানা ২৪ ম্যাচ অপরাজিত ছিল বার্সা, সেবারও পরিসংখ্যান ছিল এবারের মতোই, ২০ জয় এবং ৪ ড্র। ডাচ কোচের অধীনে সেই যাত্রা শুরু হয়েছিল ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ ড্র দিয়ে এবং লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের ডাবল জয়ের সেই মৌসুমে মায়োর্কার বিপক্ষে ২-০ গোলের জয় পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল।
১৯৭৩-৭৪ মৌসুমে রাইনাস মিশেলেসের অধীনে টানা ২৭ ম্যাচ অপরাজিত ছিল বার্সা। সেই মাইলফলক স্পর্শ করতে বার্সেলোনাকে বরুসিয়া ডর্টমুন্ড, সেল্তা ভিগো এবং মায়োর্কার বিপক্ষে পরের তিনটি ম্যাচে পরাজয় এড়াতে হবে।
এ ছাড়া ২০১৬-১৭ ও ২০১৭-১৮ এই দুই মৌসুম মিলিয়ে লুইস এনরিকে ও আর্নেস্তো ভালভার্দের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা।
তবে টানা সবচেয়ে বেশি ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি বার্সেলোনা গড়েছিল লুইস এনরিকের অধীনে, ২০১৫-১৬ মৌসুমে। হান্সি ফ্লিকের দল যেভাবে খেলছে, চাইলে এখন তারা সেই রেকর্ডকেও পাখির চোখ করতে পারেন। তবে সেটা করতে গেলে শুধু এই মৌসুমেই নয়, পরের মৌসুমেও শুরুর কিছু ম্যাচ অপরাজিত থাকতে হবে বার্সেলোনা।
নিজেদের পরের ম্যাচে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বার্সেলোনা। ঘরের মাঠে প্রথম লেগে ৪-০ গোলে জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে ফ্লিকের দল।