কিংসকে প্রায় ছিটকে দিয়ে মোহামেডানের শিরোপা স্বপ্ন উজ্জ্বল করলেন দিয়াবাতে

ফিলিস্তিনের পতাকা হাতে মোহামেডানের উদ্‌যাপনবাফুফে

বসুন্ধরা কিংস অ্যারেনার এক পাশের গোলপোস্টের পেছনের গ্যালারিতে কিংসের বিশাল এক পতাকা। পাশেই ফিলিস্তিনের পতাকা। ফিলিস্তিনের ছোট ছোট কয়েকটি পতাকাও চোখ কাড়ছিল। আরেক পাশের গ্যালারির মাঝখানে মোহামেডান আলট্রাস নামে বড় একটি ব্যানার। আশপাশে কিছু সমর্থকও সাদাকালোর। থেমে থেমে বাজছিল ঢোল বাদ্য।

গ্যালারিতে দর্শক উপস্থিতি দেখে অবশ্য মনে হচ্ছিল না বড় ম্যাচ। কিন্তু মাঠে দুই দলের লড়াইয়ের ঝাঁজটা ঠিকই থাকল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ রাউন্ডে পয়েন্ট তালিকার এক আর তিনের লড়াইটা জমেছিল ভালোই। দুই দলের খেলোয়াড়দের মধ্য উত্তেজনা ছাপিয়ে তা ছড়ায় দুই গ্যালারিতে।

সমর্থকেরা তেড়ে যান একে অন্যের দিকে। মাঝখানে কাঁটাতারের বেড়া থাকায় অপ্রীতিকর কিছু হয়নি। তবে পানির বোতল ছুড়ে মারা হয়েছে মাঠে। ম্যাচও বন্ধ ছিল মিনিট সাতেক।

আরও পড়ুন

উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ হাসি হাসল মোহামেডান। ১০ জনের কিংসকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো পেশাদার লিগ জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে সাদাকালোরা।

১৮ ম্যাচের লিগে ১১ রাউন্ড শেষে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহামেডান। দুইয়ে থাকা আবাহনীর পয়েন্ট ২৬। আবাহনী আজই ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল করেছেন জোড়া গাল। অন্য দুটি গোল সুমন রেজা ও মোহাম্মদ হৃদয়ের।

শিরোপা জয়ের স্বপ্ন উজ্জ্বল করল মোহামেডান
বাফুফে

তৃতীয় স্থানে থাকা কিংসের পয়েন্ট থাকল ২০-ই। কিংসের জন্য আজকের ম্যাচটি ছিল টানা ষষ্ঠ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখার। কিন্তু হেরে যাওয়ায় তাদের লিগ জেতার সম্ভাবনা এখন অনেকটাই কমে গেল।  

ঈদের ছুটির পর শুরু হওয়া ঘরোয়া ফুটবলে এটি কিংসের টানা দ্বিতীয় হার। গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে ১০ জনের আবাহনীর বিপক্ষে জিততে পারেনি কিংস। ১-১ ম্যাচ শেষে আকাশি নীলেরা জিতেছে টাইব্রেকারে।

আরও পড়ুন

আজ ম্যাচের ৪৮ মিনিট কিংসের রাইট ব্যাক রিমন হোসেন সানডেকে টেনে ফেলে দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। যা দলের জন্য ডেকে এনেছে সর্বনাশ। চলতি মৌসুমে কিংস মোহামেডানের কাছে চার ম্যাচের তিনটিতেই হারল। এর মধ্যে গত প্রিমিয়ার লিগ মিলিয়ে নিজেদের মাঠে মোহামেডানের কাছে টানা দ্বিতীয় হার।

মোহামেডান আজ ১৮ মিনিটে এগিয়ে যায়। উজবেক মিডফিল্ডার মোজাফফর নিজেদের বক্সের একটু সামনে থেকে লম্বা করে বল ফেলেন দিয়াবাতেকে। বল পড়ে কিংসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দেসিয়েল এলিসের সামনে।

বসুন্ধরা–মোহামেডান ম্যাচের একটি মুহূর্ত
বাফুফে

ছুটে আসেন গোলকিপার মেহেদি হাসান শ্রাবণও। দুজনের ভুল–বোঝাবুঝিতে কেউই বল ক্লিয়ার করতে পারেনি। মাঝখান থেকে ছোঁ মেরে বল কেড় নেন দিয়াবাতে। বক্সের সামনে থেকে গড়ানো শটে ফাঁকা পোস্টে ঠেলে দেন মোহামেডানের স্ট্রাইকার।

সেই গোল কিংস শোধ করেছে ২৮ মিনিটে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথনের ফ্রি–কিক থেকে মোহামেডান ডিফেন্ডারের হেড পড়ে সোহেল রানার পায়ে। সোহেলের শট প্রতিহত করেন ডিফেন্ডার মেহেদি হাসান। এরপর জটলা থেকে আলতো করে পোস্টের খুব কাছ থেকে রাকিব বল পাঠান জালে। এবারের লিগে যেটি রাকিবের ষষ্ঠ গোল।  

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলছিল কিংস। ১০ জনের দল হওয়ার পরও কিংস রক্ষণাত্মক খেলেনি। গোলের জন্য ঝাঁপিয়েছে। ৫৬ মিনিটে কোচ ভ্যালেরিউ তিতে ব্যবহার করেন শেষ অস্ত্র।

৬ ফুট ২ ইঞ্চি লম্বা ৩২ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান এদুয়ার্দোকে নামান, যিনি লিভারপুল আর রিয়ালে যুব দলে খেলেছেন একটা সময়। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। উল্টো গোল খেয়েছে কিংস। ম্যাচের শেষ দিকে প্রতি আক্রমণে সানডে বল দেন দিয়াবাতেকে। আগুয়ান গোলকিপার শ্রাবণ এবং এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দিয়াবাতে বল জালে পাঠাতেই উল্লাসে মেতে ওঠে মোহামেডান।