সবার ভালোবাসা প্রয়োজন, কিন্তু আমার ভালোবাসা বেশি দরকার...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন, নাজনীন হাসান, নাসির উদ্দিন, তৌসিফদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
ইলিয়াস কাঞ্চন এক নবজাতককে কোলে নিয়ে তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের সমাজে এক ভয়াবহ ও বেদনাদায়ক বাস্তবতা পরিবার পরিত্যক্ত পথ-নবজাতক; অর্থাৎ এ নবজাতকেরা জন্মের পরপরই পরিবার, ভালোবাসা ও নিরাপত্তা থেকে বঞ্চিত। তারা হয়ে ওঠে সমাজের সবচেয়ে অরক্ষিত ও অসহায় অংশ।’
ছবি: ফেসবুক
২ / ৫
ঈদের পরই শুটিং নিয়ে ব্যস্ত হয়েছিলেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকি। সেই খবর ফেসবুকেই জানিয়েছিলেন। এবার তিনি লিখেছেন, ‘অপরকে ছোট করে, যাঁরা নিজেদের বড় প্রমাণ করতে চান, তাঁদের জন্যে অকৃত্রিম করুণা।’
ছবি: ফেসবুক
৩ / ৫
চরকির ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’ দিয়ে প্রশংসা পাচ্ছেন অভিনেতা নাসির উদ্দিন খান। অভিনেতা ইমতিয়াজ বর্ষনসহ অন্যদের সঙ্গে সময় কাটানোর ছবিটি পোস্ট করে নাসির লিখেছেন, ‘এক্কানা ফইরত গোসল গইত্তাম আস্সিদে।’
ছবি: ফেসবুক
৪ / ৫
তরুণ অভিনেতা আরশ খান ফেসবুকে লিখেছেন, ‘মনিটাইজেশন অব হলো, পেজ ডিজেবল হলো, পেজে স্ট্রাইক আসল, ফাইনালি পেজ হ্যাকড। উপলব্ধি লাস্ট কিছুদিন মোবাইল কম ব্যবহার হয়েছে।’
ছবি; প্রথম আলো
৫ / ৫
‘আমাদের সবার ভালোবাসা প্রয়োজন, কিন্তু আমার ভালোবাসা বেশি দরকার’, লিখেছেন তৌসিফ মাহবুব। ইউটিউবে ‘লাভ মি মোর’ নাটক প্রচার হয়েছে। সেটার প্রচারণায় কথাগুলো লেখা।
ছবি: ফেসবুক
আরও পড়ুন