ঢাকায় পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদের কনসার্ট হয়নি, আয়োজক লাপাত্তা

পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদছবি: শিল্পীর ফেসবুক

‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। কিন্তু কনসার্টের ঘণ্টাখানেক আগে এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। এমনকি প্রতিষ্ঠানটির সঙ্গে কনসার্টের শিল্পীরাও যোগাযোগ করতে পারছেন না।
এতে ঢাকার সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোরের অংশ নেওয়ার কথা ছিল। ঢাকার শিল্পীরাও জানেন না, কনসার্টটির ভবিষ্যৎ কী! অনেকে অভিযোগ করেছেন, ভেন্যু নিশ্চিত না করেই টিকিট বিক্রি করেছে আয়োজক প্রতিষ্ঠানটি।

কনসার্ট স্থগিতের বিষয়ে জানতে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে। ঢাকার একাধিক শিল্পী জানান, বিষয়টি শুধু বিব্রতকর নয়, লজ্জারও।
এ কে রাহুল আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এটা দেশের শিল্পীসমাজের জন্য লজ্জার। একজন বিদেশি অতিথি এসেছেন, গতকাল প্র্যাকটিসও করেছেন। কনসার্টের পূর্বমুহূর্তে যদি কারও সঙ্গে কোনো যোগাযোগ না করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা খুবই হতাশাজনক।’
ব্যান্ড লেভেল ফাইভের ম্যানেজার শাহরিয়ার নাফিস আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এর আগে যখন কনসার্ট স্থগিত করা হয়, আমাদের অনেক আগেই জানানো হয়েছিল। কিন্তু এবার আমাদের কিছুই জানায়নি আয়োজক প্রতিষ্ঠান। কয়েক দিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয় প্রতিষ্ঠানটি, এমনকি গতকাল আমাদের কিছু পেমেন্ট করার কথা থাকলেও তা করেনি তারা। তখন থেকেই কিছুটা আঁচ পেয়েছিলাম আমরা। এটা ভালো উদাহরণ হয়ে রইল না।’

পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ।
ছবি: শিল্পীর ফেসবুক

তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি করেছিল আয়োজক প্রতিষ্ঠান। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। আজ বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন নামে আজকের কোনো বুকিং ছিল না। তবে তারা যোগাযোগ করেছিল, কিন্তু কোনো অর্থ পরিশোধ করেনি।
আজ দুপুর থেকেই পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের গেটে জড়ো হচ্ছিলেন দর্শকেরা। কিন্তু সেখানে গিয়েই অবাক হন তাঁরা। দেখেন, গেট বন্ধ, ভেন্যুর আশপাশে নেই আয়োজনের কোনো চিহ্ন, নেই পোস্টার থেকে সাউন্ড-লাইট। আয়োজকদের ফোন দিলে নম্বর বন্ধ পাওয়া গেছে। তখনই সন্দেহের শুরু। আয়োজন স্থগিতের মধ্য দিয়ে সেটাই যেন সত্যি হয়।
এ ছাড়া কনসার্ট উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ফুড কোর্টে জায়গা নিয়েছিল। কিন্তু ভেন্যুতে এসে দেখে, গেট বন্ধ। ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমন একজনকে বলতে শোনা যায়, ‘৩০ হাজার টাকা দিয়ে দোকান নিয়েছি। আমার গাড়িভর্তি মুরগি, স্যান্ডউইচ, ফ্রিজভর্তি দুধ এনেছি। কিন্তু এখানে এসে দেখি, কোনো প্রোগ্রাম নেই। ওদের সব নম্বর বন্ধ। ওরা ফেক।’
মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন এর আগেও ‘রক দ্য ক্যাপিটাল’ নামে একটি কনসার্ট স্থগিত করে। এখন পর্যন্ত সেই অনুষ্ঠানের টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টটি। কিন্তু নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে সে সময় তা স্থগিত করেন আয়োজকেরা। এরপর কয়েকবার তারিখ পরিবর্তনের পর আজও নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে কনসার্টটি স্থগিত করে আয়োজক মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। এরই মধ্যে ‘মুস্তাফা জাহিদ মেলোডি আনলিশড’ কনসার্টের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

‘রক্সেন’ ব্যান্ডের ভোকাল হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু মুস্তাফা জাহিদের। ২০০৭ সালে বলিউডের ‘আওয়ারাপান’ সিনেমায় ‘তো ফির আও’ ও ‘তেরা মেরা রিশতা’ গান গেয়ে ভারতেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর ‘রানওয়ে’, ‘ব্লাড মানি’, ‘মার্ডার থ্রি’, ‘আশিকি টু’, ‘হিরোপান্তি’সহ বেশ কিছু বলিউড সিনেমায় প্লেব্যাক করেছেন মুস্তাফা জাহিদ।