আইপিএলে চার–ছক্কায় হাজারি কোহলি

বিরাট কোহলিএএফপি

টি–টোয়েন্টি চার–ছক্কার খেলা। আর এই সংস্করণের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলই সম্ভবত সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেখানে চার–ছক্কা মারায় এত দিন সবার ওপরেই ছিলেন বিরাট কোহলি। গতকাল রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে সেই জায়গায় নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেলেন কোহলি, যেটা মনে রাখার মতোই এক মাইলফলক। আইপিএলে চার–ছক্কা মিলিয়ে সবচেয়ে বেশি বাউন্ডারি মারার দৌড়ে শুধু কোহলিই এখন হাজারি ক্লাবের সদস্য।

আরও পড়ুন

দিল্লির মুখোমুখি হওয়ার আগে চার–ছক্কা মিলিয়ে ৯৯৮টি বাউন্ডারি ছিল কোহলির। বেঙ্গালুরুতে কাল দিল্লির কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৬ উইকেটে হারের ম্যাচে ১৪ বলে ২২ রান করেন কোহলি। একটি চার ও দুটি ছক্কা মারেন। বেঙ্গালুরুর ইনিংসে দিল্লি স্পিনার অক্ষর প্যাটেলের করা দ্বিতীয় ওভারের প্রথম বলে চার মেরে পৌঁছে যান ৯৯৯–তে। চতুর্থ ওভারের তৃতীয় বলে সেই অক্ষরকেই চোখধাঁধানো এক শটে ছক্কা মেরে পৌঁছে যান অনন্য এই মাইলফলকে। এক্সট্রা কাভারের ওপর দিয়ে কোহলির সেই ছক্কা শুধু চোখ জুড়ানোই নয়, এমন একটি মাইলফলকে পৌঁছাতে বলতে পারেন যথার্থ একটি শট।

ছক্কায় মাইলফলকটি ছুঁয়ে ফেলেন কোহলি
এএফপি

কোহলি এরপর আরও একটি ছক্কা মেরে আউট হওয়ায় তাঁর পরিসংখ্যানটা দাঁড়াল এমন—আইপিএলে ২৫৭ ম্যাচে ২৪৯ ইনিংসে চার–ছক্কা মিলিয়ে ১০০১টি বাউন্ডারি! এর মধ্যে চারের মার ৭২১টি এবং ছক্কার মার ২৮০টি। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই হাজারি ক্লাবের দেখা পেলেন বেঙ্গালুরু তারকা।

আরও পড়ুন

তবে আইপিএলে শুধু চার কিংবা ছক্কা মারার কোনো তালিকাতেই কোহলি কিন্তু শীর্ষে নেই। চারের তালিকায় শীর্ষে শিখর ধাওয়ান (৭৬৮), দ্বিতীয় কোহলি। ছক্কা মারায় শীর্ষে ক্রিস গেইল (৩৫৭), কোহলি তৃতীয়। দ্বিতীয় হিসেবে দুজনের মাঝে কোহলিরই জাতীয় দলের সতীর্থ ও মুম্বাই ইন্ডিয়ানস তারকা রোহিত শর্মা (২৮২)।

কোহলি এবার আইপিএল খেলতে নেমেছিলেন চার–ছক্কা মিলিয়ে ৯৭৭টি বাউন্ডারি নিয়ে। এখন পর্যন্ত মেরেছেন ১৬টি চার ও ৮ ছক্কা। এবারের আইপিএলে এখন পর্যন্ত ২৫ চার ও ২৪ ছক্কা নিয়ে বাউন্ডারি মারার তালিকায় শীর্ষে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান।

চলতি আইপিএলে আর একটি ফিফটি পেলেই দারুণ এক ক্লাবে একজনের একাকিত্ব ঘোচাবেন কোহলি। সেই ক্লাবটি হলো স্বীকৃত টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি—যেখানে ৩৯৮ ইনিংসে ১০৮ ফিফটি নিয়ে শীর্ষে আছেন ডেভিড ওয়ার্নার। ৩৮৭ ইনিংসে ৯৯ ফিফটি পাওয়া কোহলি এই তালিকায় অস্ট্রেলিয়ান কিংবদন্তির পাশে বসতে নিশ্চয়ই মুখিয়ে আছেন।

আরও পড়ুন

আইপিএলের এক ভেন্যুতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড আগেই ভেঙেছেন কোহলি। চিন্নাস্বামী স্টেডিয়ামে ক্রিস গেইলের ১২৭ ছক্কাকে পেছনে ফেলেছিলেন আগেই। কাল দুটি ছক্কায় দূরত্বটি আরও বাড়িয়েছেন বেঙ্গালুরু তারকা। এই স্টেডিয়ামে তাঁর ছক্কাসংখ্যা এখন ১৩০।

হারের পর দিল্লির লোকেশ রাহুলের সঙ্গে হাত মেলাচ্ছেন কোহলি
এএফপি

আইপিএলে চার–ছক্কা মিলিয়ে ১০০১ বাউন্ডারি মারা কোহলিকে ধরার সুযোগ থাকলে শুধু রোহিতেরই আছে। ৯২০ বাউন্ডারি (চার–ছক্কা) মেরে এ তালিকায় দ্বিতীয় ধাওয়ান অবসর নিয়েছেন গত বছর। ৮৯৯ বাউন্ডারি মারা ওয়ার্নারকে আইপিএলের সর্বশেষ মেগা নিলামে কেউ কেনেনি। ৩৮ বছর বয়সী এ ওপেনারকে আর আইপিএলে দেখা যাবে কি না, তা নিয়েও সন্দেহ আছে। ৮৮৫ বাউন্ডারি নিয়ে এ তালিকায় চতুর্থ রোহিত এবারও খেলছেন।