আজ ঢাকায় গাইবেন ‘কালাবাজ দিল’ গায়িকা আইমা বেগ

আইমা বেগ। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

প্রথমবারের মতো বাংলাদেশে গান শোনাবেন পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ। আজ শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে ‘রুল দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের কনসার্টে গাইবেন তিনি। এর আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। প্রথমে এই কনসার্ট সেনা প্রাঙ্গণে বড় আয়োজনে করার কথা থাকলেও পরে ভেন্যু পরিবর্তন করা হয়। আয়োজকেরা জানিয়েছেন, কেবল আমন্ত্রিত অতিথিরা অংশ নিতে পারবেন এ আয়োজনে।

‘ওয়ান ট্রু সাউন্ড’–এর ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে নিয়মিত কনসার্টের আয়োজন করে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। এবার প্রথমবার এই আয়োজনে অংশ নিচ্ছেন পাকিস্তানের শিল্পী আইমা বেগ। বিকেল ৪টা থেকে শুরু হবে এ আয়োজন।
২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাকের সুযোগ পান আইমা। প্রথম সিনেমায় তিনটি গানে কণ্ঠ দেন তিনি। ‘কালাবাজ দিল’ গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড এবং গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান এ গায়িকা। এ ছাড়া ‘সাত দিন মোহাব্বত ইন’, ‘দ্য ডাংকি কিং’, ‘কাফ কাঙ্গানা’, ‘বাজি’ ইত্যাদি সিনেমায় গান গেয়ে আলোচনায় আসেন আইমা।

আইমা বেগ। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

কোক স্টুডিও পাকিস্তানের ২০১৭, ২০১৮ ও ২০১৯ তিন মৌসুমে গান গেয়েছেন আইমা। এ ছাড়া ২০২২ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন আইমা।