নারীর ‘আত্মহত্যা’র খোঁজ নিতে গিয়ে স্বামীর ঘরে মিলল ৮৬ কেজি গাঁজা
রাজধানীতে এক নারীর আত্মহত্যার বিষয়ে খোঁজ নিতে গিয়ে পুলিশ জানতে পারে, তাঁর স্বামী মাদক ব্যবসায় জড়িত। ওই ব্যক্তির নাম মো. তাফসির (৩০)। গতকাল বুধবার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় তাফসিরের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজাসহ তাফসিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল ভাটারা থানা-পুলিশ জানতে পারে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। এ খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধারে যায়। নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী তাফসিরকে ভাটারা থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। তাফসির তাঁর স্ত্রীর মৃত্যু নিয়ে অসংলগ্ন কথা বলেন। পরে রেকর্ডপত্র যাচাই করে পুলিশ তাফসিরের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পায়। এরপর নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাফসির স্বীকার করেন, তিনি একজন মাদক ব্যবসায়ী এবং তাঁর বাসার একটি কক্ষে বিপুল পরিমাণ গাঁজা আছে।
পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান বলেন, তাফসিরের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর ভাড়া বাসার ষষ্ঠ তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ ওই ঘটনায় তাফসিরকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা গাঁজার দাম ১৭ লাখ ২০ হাজার টাকা। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ভাটারা থানার পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা তাফসির বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।