টানা ১০ বার আবেদনময়ী তারকার তালিকায় ছিলেন তিনি

মাত্র ছয় বছর বয়সেই অভিনয়ের প্রেমে পড়েন তিনি। অভিনয় করার ইচ্ছা থাকলেও পরে গান শেখাকেই প্রাধান্য দেন। ১৫ বছরেই পপ গায়িকা হিসেবে আলোচনায় আসেন। তবে অভিনয়ে টানে পরে গানের পাশাপাশি টানা অভিনয় করে গিয়েছেন। জনপ্রিয় এই অভিনেত্রী ম্যান্ডি মুরের আজ জন্মদিন, ১৯৮৪ সালের ১০ এপ্রিল তাঁর জন্ম। বিশেষ এই দিনে তাঁকে নিয়ে জেনে নিতে পারেন জানা–অজানা কথা।
১ / ৭
তাঁর গানের ক্যারিয়ার শুরু হয় ১৯৯৯ সালে। সেই বছরই ‘ক্যান্ডি’ শিরোনামের গান বিলবোর্ডে জায়গা করে নেয়। পরে এতটাই জনপ্রিয়তা পান যে নিজের নামেই অ্যালবাম বের করেন।
ছবি: ফেসবুক
২ / ৭
গান পছন্দ করলেও তিনি পছন্দ করতেন লেখালেখি করতে। একসময় সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল। ক্যারিয়ার শুরু করেছিলেন প্রতিবেদক হিসেবে।
ছবি: ফেসবুক
৩ / ৭
গানের জনপ্রিয়তা তাঁকে একসময় অভিনয়ে টানে। তবে খুব বেশি দেরিতে নয়। প্রায় একই সময়ে তিনি সিনেমাতেও নাম লেখান। ২০০০ সালে তিনি ‘দ্য প্রিন্সেস ডায়েরি’ সিনেমায় নাম লেখান।
ছবি: ফেসবুক
৪ / ৭
মিউজিক ভিডিও দিয়ে আলাদা জনপ্রিয়তা পেলেও সিনেমায় নাম লেখানোর পর তাঁর আলাদা ভক্ত তৈরি হয়। নানা কারণে আলোচনায় আসেন সিনেমায়। ২০০২ সাল থেকে তিনি টানা প্রায় ১০ বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সাময়ীকিতে সেরা আবেদনময়ী তারকার তালিকায় জায়গা করে নিতেন।
ছবি: ফেসবুক
৫ / ৭
ফোর্বস ম্যাগাজিনের তালিকায় তরুণ তারকাদের মধ্যে ২০০৭ সালে আয়ে শীর্ষ ২০–এ জায়গা পেয়েছিলেন মুর।
ছবি: ফেসবুক
৬ / ৭
তাঁর ক্যারিয়ারে জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘আ ওয়াক টু রিমেম্বার’ ও সিরিজ ‘লেট আস টু’। তারপরও নিয়মিত অডিশন দিতে হয় এই অভিনেত্রীকে। তিনি অডিশন দিয়েই কাজ করতে পছন্দ করেন।
ছবি: ফেসবুক
৭ / ৭
সংগীত প্রযোজককে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী ও গায়িকা। সেই বিয়ে বেশি দিন টেকেনি। তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর তিনি বলেছিলেন, মানুষ চিনতে ভুল করেছেন। এটাই তাঁকে দীর্ঘ সময় অস্বস্তিতে রেখেছিল।
ছবি: ফেসবুক