ফটিকছড়িতে ভবনের নিচে পড়ে ছিল গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপকের লাশ
চট্টগ্রামের ফটিকছড়িতে তিনতলা ভবনের নিচ থেকে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবুল হাশেমের (৫৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিল্প পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আবুল হাশেমের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ইন্দ্রার চর এলাকায়। তিনি গ্রামীণ ব্যাংক ফটিকছড়ির কাঞ্চননগর শাখার ব্যবস্থাপক। স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, আবুল হাশেম তিনতলা ওই ভবনে ভাড়ায় থাকেন। ব্যালকনি থেকে নিচে কীভাবে পড়েছেন—এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন নিচে পড়ে থাকা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ফটিকছড়ি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত আবুল হাশেম পরিবার নিয়ে ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। ছুটি শেষে তিনি একা ফিরে আসেন। পরিবারের সদস্যরা এখনো গ্রামে আছেন। ঘটনার পর পুলিশ বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। পরিবার মামলা দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।