সবজিখেতে মিলল হোটেল কর্মচারীর লাশ

নুরুল ইসলামছবি; পরিবারে সৌজন্যে

চট্টগ্রামের পটিয়ায় সবজিখেতের ভেতর এক হোটেল কর্মচারীর লাশ পাওয়া গেছে। তাঁর নাম নুরুল ইসলাম (৫৩)। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ছনহরা ভট্টাচার্যের সড়কের পশ্চিমে পাশের সবজিখেতে লাশটি দেখতে পান খেতের মালিক। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

নুরুল ইসলাম ছনহরা ইউনিয়নের উত্তর ছনহরা গ্রামের আকবর সিকদার বাড়ির মৃত কবির আহমদের ছেলে। তিনি পটিয়ার বাসস্টেশনের কাছে একটি হোটেলে চাকরি করতেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির উদ্দেশ্যে হোটেল থেকে বের হন তিনি। এর পর থেকে নিখোঁজ ছিলেন।

নুরুল ইসলামের চাচাতো ভাই মামুন সিকদার বলেন, সকালে খেতের মাঝখানে লাশটি পড়ে ছিল। তাঁর পরনে কিছুই ছিল না। প্রায় ১৫ হাত দূরে তাঁর পরনের লুঙ্গিটি পড়ে থাকতে দেখা যায়। তিনি আরও বলেন, ‘তাঁর গলায় আঘাতের চিহ্ন দেখে মনে করছি কেউ তাঁকে গলায় রশি বেঁধে খুন করেছেন। এ ছাড়া তাঁর হাতেও জখম রয়েছে। তাঁর সঙ্গে কারও পূর্বশত্রুতা ছিল না।’

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী প্রথম আলোকে বলেন, যে এলাকায় লাশটি পাওয়া গেছে সেই, এলাকায় রাতে বখাটে কিছু লোক নিয়মিত আড্ডা দেন। তাঁদের কেউ নুরুল ইসলামকে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন।