৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল জুনে

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এ তথ্য জানান।

পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘সব বিসিএস দ্রুত শেষ করার জন্য বর্তমান কমিশন কাজ করছে। আমরা আশা করছি, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল ৩০ জুনের মধ্যে দিতে পারব। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর দ্রুত ভাইভা নেওয়া শুরু হবে। ভাইভা আগামী ২২ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।’

৪৬তম বিসিএসের বিষয়ে চেয়ারম্যান বলেন, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ইতিমধ্যে সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঘোষিত সময় অনুযায়ী লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে শুরু হবে।

আরও পড়ুন

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। এখন খাতা দেখার কাজ চলছে। ৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

আরও পড়ুন