ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি: আজ থেকে বিষয় পছন্দক্রমে দেওয়া যাবে আরবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিষয় পছন্দক্রম ফরম পূরণের সময় ‘আরবি বিভাগ’ দিতে গিয়ে অনেকে জটিলতায় পড়েছিলেন। এই শিক্ষার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে আজ মঙ্গলবার থেকে বিষয় পছন্দক্রমে আরবি দিতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটের নির্দেশনায় বলা হয়েছে, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে উত্তীর্ণ যেসব শিক্ষার্থীর “আরবি” বিষয়ের জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও ভর্তিযোগ্য বিষয়ের মধ্যে “আরবি” বিষয়টি নেই, তাঁদের অনুগ্রহ করে ৮ এপ্রিল ২০২৫ থেকে বিষয় পছন্দক্রম প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে। যাঁরা ইতিমধ্যে আরবি ব্যতীত বিষয় পছন্দক্রম পূরণ করে ফেলেছেন, তাঁদের নতুন নির্দেশনা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

আরও পড়ুন

অন্য এক নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর অনেক বেশিসংখ্যক বিষয়ে ভর্তির যোগ্যতা রয়েছে, তাঁদের অনেকের অনলাইনে বিষয়ের পছন্দক্রম প্রদানের সময় দীর্ঘ সময়ের প্রয়োজন হচ্ছে। এতে তাঁদের কারও কারও ক্ষেত্রে সেশন টাইমডআউট হয়ে যাচ্ছে এবং পুনরায় প্রথম থেকে সব কাজ করতে হচ্ছে। এ অবস্থা এড়াতে শিক্ষার্থীদের প্রথমে বাঁ দিকের মেনু থেকে ‘ভর্তিযোগ্য বিষয়সমূহ’ ক্লিক করে ভর্তিযোগ্য বিষয়ের তালিকা ডাউনলোড ও প্রিন্ট করে নেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। প্রিন্ট করার পর তাতে পেনসিলে ক্রম আগে থেকে লিখে নিয়ে তারপর সে মোতাবেক বিষয়ের পছন্দক্রম অনলাইনে বাছাই করা হলে কম সময়ে তা করা যাবে।

আগের বার্তায় বলা হয়েছে, বিস্তারিত ফরম এবং বিষয় পছন্দক্রমের সর্বশেষ ধাপে মুঠোফোন যাচাইয়ের সময়ে কোনো একটি অপারেটরের মুঠোফোন নম্বর থেকে যথাসময়ে ফিরতি এসএমএস না পাওয়া গেলে অন্য একটি অপারেটরের মাধ্যমে পুনরায় চেষ্টা করার জন্য অনুরোধ করা হচ্ছে। টেলিটক, বাংলালিংক ও গ্রামীণফোন অপারেটরের নম্বর থেকে (তুলনামূলকভাবে) যথাসময়ে ফিরতি এসএমএস মুঠোফোনে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিট ব্যতীত অন্য সব ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিষয়ের পছন্দক্রম পূরণ করার সর্বশেষ তারিখ ১৬ এপ্রিল। শিক্ষার্থীদের পূরণ করা বিষয়ের পছন্দক্রম ও শিক্ষার্থীদের সব ইউনিটের মেধাক্রম পর্যালোচনা করে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিষয় বরাদ্দ প্রদান করা হবে।

* বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন