দেশে বিনিয়োগ প্রক্রিয়া কতটা সহজ, আগ্রহী বিনিয়োগকারীদের প্রশ্ন

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে গতকাল চট্টগ্রামের দুটি শিল্প অঞ্চল পরিদর্শনে গিয়ে এমনটি জানতে চান বিদেশি বিনিয়োগকারীরা।

ইয়াংওয়ান করপোরেশনের কারখানা ও কারখানায় তৈরি পণ্য ঘুরে দেখেন বিদেশি বিনিয়োগকারী। গতকাল সকালে চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেডেছবি: সৌরভ দাশ

কোরিয়ার বিশ্বখ্যাত কোম্পানি ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং বাংলাদেশে বিদেশিদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অতীতে এ দেশের অনেক সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার চেষ্টা করেছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার সেই চেষ্টাই করছে, তবে অত্যন্ত কার্যকর পন্থায়। এই সরকার বিনিয়োগকারীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করার ব্যাপারে বদ্ধপরিকর। তাই বাংলাদেশকে ভবিষ্যৎ বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনা করার জন্য তিনি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন উপলক্ষে গতকাল সোমবার চীন, ভারত, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৬০ জন বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কেইপিজেড) পরিদর্শনে গেলে তাঁদের এই আহ্বান জানান কিহাক সাং। কেইপিজেড পরিচালনার দায়িত্বে রয়েছে ইয়াংওয়ান করপোরেশন। পরিদর্শনে যাওয়া বিদেশি বিনিয়োগকারীদের মধ্য থেকে চীনের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি কিহাক সাং–এর কাছে জানতে চান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধা কী? জবাবে কিহাক সাং বলেন, প্রশাসনিক জটিলতা বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম বাধা। তবে এই বাধা সত্ত্বেও বাংলাদেশ লাভজনক বিনিয়োগের জন্য একটি উত্তম গন্তব্য। এ কারণে তিনি এ দেশে ধারাবাহিকভাবে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ করছেন বলে জানান।

গতকাল সকালে কেইপিজেডে যাওয়া বিদেশি প্রতিনিধিদের জন্য দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) পরিদর্শনের ব্যবস্থা করা হয়। সেখানে তাঁরা বেপজা অর্থনৈতিক অঞ্চলের কর্মকাণ্ডও ঘুরে দেখেন। পরিদর্শন শেষে নেদারল্যান্ডসের বিনিয়োগ তহবিল এফএমওর জ্যেষ্ঠ ঋণ উপদেষ্টা মার্ক কারম্যান প্রথম আলোর সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘বিনিয়োগের পূর্বশর্ত হচ্ছে অবকাঠামো–সুবিধা। বাংলাদেশে এ ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। সরেজমিনে সেই অগ্রগতির কিছু নমুনা দেখলাম। এখন বাংলাদেশ বিনিয়োগের প্রক্রিয়াটি সহজ করার মাধ্যমে সম্ভাবনাগুলো বিশ্বদরবারে তুলে ধরতে পারলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে।’

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার পর বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের ফটোসেশন। গতকাল বিকেলে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে
ছবি: প্রথম আলো

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শীর্ষক চার দিনের বিনিয়োগ সম্মেলন অনানুষ্ঠানিকভাবে গতকাল সোমবার শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে কাল বুধবার সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠান বিডা জানিয়েছে, দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। দেশে সরাসরি বিনিয়োগ করবেন এমন বিনিয়োগকারীদের পাশাপাশি বিশ্বের নামীদামি বেশ কিছু কোম্পানির শীর্ষ নির্বাহী কিংবা প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করেছেন।

সম্মেলনে অংশ নিতে আসা বিদেশি বিনিয়োগকারীরা গতকাল চট্টগ্রামে গিয়ে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, বিনিয়োগ পরিবেশ ও বিনিয়োগের বিভিন্ন বাধা সম্পর্কে জানতে চান। তারই অংশ হিসেবে ইয়াংওয়ান চেয়ারম্যান কিহাক সাংকে বেশ কয়েকজন আগ্রহী বিনিয়োগকারী নানা প্রশ্ন করেন। জবাবে তিনি কিছু বাধার কথা বলার পাশাপাশি বর্তমান সরকারের আন্তরিক চেষ্টার বিষয়টিও তুলে ধরেন।

সফররত বিদেশি বিনিয়োগকারী দলটিকে ইয়াংওয়ানের কর্মকর্তারা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কেইপিজেডের জমিসংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করে দিয়েছেন। এতে ইয়াংওয়ান করপোরেশন কেইপিজেডে নতুন নতুন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। বর্তমানে ইয়াংওয়ানের পক্ষ থেকে কেইপিজেডে একটি ৬০০ শয্যার হাসপাতাল ও একটি বিশ্বমানের টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপনের কাজ চলছে।

বিনিয়োগ সম্মেলনে প্রদর্শনীতে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলছেন দর্শনার্থীরা। গতকাল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে
ছবি: প্রথম আলো

বিদেশি প্রতিনিধিদলে ছিলেন ভারতের প্রতিষ্ঠান কাপিতি ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক সুরেশ কাপিতি। তিনি ভারতের হায়দরাবাদে ব্যাটারি রিসাইক্লিং ব্যবসার সঙ্গে জড়িত। দুই শিল্প এলাকা ঘুরে দেখার পর প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এই সফরে সম্ভাবনাগুলো সরেজমিনে দেখলাম, জানলাম। এখন বিনিয়োগের ক্ষেত্রে প্রশাসনিক প্রক্রিয়া কেমন, সেটি জানা বাকি। এই প্রক্রিয়া সহজ হলে এবং ব্যবসার সম্ভাবনা থাকলে দেশে ফিরে গিয়ে বাংলাদেশে বিনিয়োগের বিষয়টি চিন্তা করব। 

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নারায়ণগঞ্জের আড়াইহাজারের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।