বাংলাদেশ দলে এবার মুম্বাই ইন্ডিয়ানসের কোচ

জেমস প্যামেন্টপ্যামেন্টের ইনস্টাগ্রাম হ্যান্ডল

নতুন ফিল্ডিং কোচ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৭ সালের অক্টোবর–নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫৬ বছর বয়সী এই কোচের জন্ম ইংল্যান্ডে হলেও তিনি নিউজিল্যান্ডে থিতু। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে ফিল্ডিং কোচ করার কথা জানিয়েছে বিসিবি।

আরও পড়ুন

নিয়োগ পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে প্যামেন্ট বলেছেন, ‘প্রতিভায় ভরা বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই খুব রোমাঞ্চিত। আমি অধীর আগ্রহে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।’ জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের আগেই তাঁর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

সর্বশেষ মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে কাজ করেছেন প্যামেন্ট
প্যামেন্টের ইনস্টাগ্রাম হ্যান্ডল

প্যামেন্ট সর্বশেষ কাজ করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানসের সহকারী কোচ হিসেবে। ২০১৮ সালে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত হওয়ার পর দলের ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কাজ করেছেন তিনি।

আরও পড়ুন

নিউজিল্যান্ডের নর্দান ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন প্যামেন্ট। বিভিন্ন সময় কাজ করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে ফিল্ডিং রিসোর্স কোচ ও স্পেশাল টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে। ছিলেন নিউজিল্যান্ডের জাতীয় দল, ‘এ’ দল ও অনূর্ধ্ব–১৯ দলের সঙ্গে। কিছুদিনের জন্য অন্তর্বতী কোচ ছিলেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলেরও।

২০২২ সালে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্ব নেন শন ম্যাকডারমট। তিনি দায়িত্ব ছাড়ার পর ফিল্ডিংয়ে কোচের দায়িত্ব দেওয়া হয় এর আগে সহকারী কোচ থাকা নিক পোথাসকে। কয়েক মাস আগে তিনিও বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।