গুলশানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নিহত ১ নারী

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর গুলশানের সড়কে চাকায় ওড়না পেঁচিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম ফারজানা আক্তার মিম (৩০)। রোববার দিবাগত রাত দুইটার দিকে গুলশান ৩২ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসাইন প্রথম আলোকে বলেন, মহাখালী তিতুমীর কলেজের পাশে এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠান শেষে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন ফারজানা।

গুলশান ৩২ নম্বরে এলে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই মাহবুব হোসাইন আরও বলেন, ফারজানা একটি বিউটি পারলারে কাজ করতেন। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করায় তাঁর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ফারজানার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামে। তাঁর বাবার নাম আবদুল বারেক। তিনি রাজধানীর শাহজাদপুর বাঁশতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।