ঢাকা     শনিবার   ১২ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৯ ১৪৩১

মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে অষ্টমী স্নানোৎসব 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ৫ এপ্রিল ২০২৫  
মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে অষ্টমী স্নানোৎসব 

মুন্সীগঞ্জে শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) ভোর ৫টা থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার হাট লক্ষীগঞ্জ সংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে এ উৎসব চলে। হিন্দু ধর্মাবলম্বীরা তিথি অনুযায়ী পাপমোচন ও পুণ্যলাভের আশায় প্রতিবছর এ উৎসব পালন করেন। 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্য স্নানোৎসব। শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা থেকে শুরু হয়ে শনিবার (৫ এপ্রিল) রাত ১২টা ৫১ মিনিট পর্যন্ত দুই দিনব্যাপী এই উৎসব চলবে। 

আরো পড়ুন:

শনিবার ভোর থেকে স্নানোৎসবে অংশ নিতে ধলেশ্বরীর তীরে উপস্থিত হন হাজারও পুণ্যার্থী। হিন্দু ধর্মের তিথি অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিভিন্ন বয়সী হিন্দু নারী-পুরুষ স্নান করতে যান। স্নানের পর পুরুহিতের কাছে মন্ত্রপাঠ করে নদীতে ফুল ও ফল ভাসিয়ে দিতে দেখা যায় পুণ্যার্থীদের।

জেলা হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী বলেন, “প্রতিবছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে লাঙ্গলবন্ধ ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নানার্থে হিন্দু ধর্মাবলম্বীদের আগমন ঘটে। ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের। এ স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপমোচন হয়। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সবচেয়ে বড় মহাষ্টমী স্নানোৎসব পালিত হয়। বহু বছর ধরে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে একইভাবে এই  স্নানোৎসব পালন করা হয়।” 

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম. সাইফুল আলম বলেন, “ধলেশ্বরী নদীর তীরে শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব পালিত হয়েছে। পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা রাখায় ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উৎসব মুখর পরিবেশেই স্নানোৎসবটি পালন করেছেন হিন্দুরা।”

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়