ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ত্রাণের প্রবেশ সীমিত করেছে মিয়ানমারের সেনাবাহিনী

মিয়ানমারের সেনাবাহিনী ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে মানবিক সহায়তা সীমিত করছে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার অফিস এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি জানিয়েছেন, ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে, বিশেষ করে যেসব এলাকায় সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে রয়েছে, সেসব এলাকায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতি দেখা দিয়েছে।
তিনি বলেন, জাতিসংঘ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় বিমান ও ড্রোন, কামান এবং প্যারামোটর দিয়ে হামলাসহ কমপক্ষে ৫৩টি হামলা চালানোর প্রতিবেদন পেয়েছে।
তিনি আরো বলেন, “২ এপ্রিল থেকে কার্যকর হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে সেনাবাহিনীর কমপক্ষে ১৪টি হামলার খবর পাওয়া গেছে।”
শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এ ঘটনায় নিহতের সংখ্যা তিন হাজার ১০০ ছাড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে বহু দেশ মিয়ানমারে ত্রাণ পাঠাতে শুরু করেছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংঘাতের কারণে ঠিকমতো ত্রাণ পৌঁছাতে পারছে না। বুধবার চীনা রেডক্রস জানিয়েছিল, মঙ্গলবার রাতে তাদের ত্রাণবাহী ট্রাকের দিকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল মিয়ানমারের সেনারা।
ঢাকা/শাহেদ