বিরামপুরে শাশুড়ির গায়ে পেট্রল ঢেলে আগুন দিলেন জামাতা

গায়ে পেট্রল ঢেলে আগুন আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ বুলবুলি বেগমের বাড়িতে প্রতিবেশী ও স্বজনদের ভিড়। বুধবার সকালে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মহল্লায়
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে বুলবুলি বেগম (৬৫) নামের এক ষাটোর্ধ্ব নারীর গায়ে তাঁর মাদকাসক্ত জামাতা পেট্রল ঢেলে আগুন দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জামাতা পলাতক।

আজ বুধবার সকাল সাতটার দিকে বিরামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বুলবুলি বেগম বিরামপুর ওই মহল্লার আফজাল হোসেনের স্ত্রী। আগুনে দগ্ধ বুলবুলি বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত জামাতার নাম মেহেদুল ইসলাম। তিনি উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক। মেহেদুল কয়েক বছর ধরে স্ত্রী ও তিন সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানা গেছে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় লোকজন জানান, গত বছর মেহেদুলকে তাঁর শ্বশুরবাড়ি থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান কিনে দিয়ে দেওয়া হয়েছিল। গত মাসে ভ্যানের ব্যাটারিটি নষ্ট হয়। মেহেদুল তাঁর ভ্যানের নতুন ব্যাটারি কিনে দিতে শ্বশুর-শাশুড়িকে চাপ দেন। সে সময় নতুন ব্যাটারি কেনার টাকা নেই বলে মেহেদুলকে জানিয়ে দেন তাঁর শ্বশুর-শাশুড়ি। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে মেহেদুল ও তাঁর শাশুড়ি বুলবুলি বেগমের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। আজ সকালে বুলবুলি বেগম তাঁর শয়নকক্ষের টেবিলে রাখা সোনার নাকফুল খুঁজে পাচ্ছিলেন না। পরে জামাতা মেহেদুল নাকফুলটি নিয়েছেন কি না, এ বিষয়ে মুঠোফোনে মেহেদুলের কাছে জানতে চান। এ বিষয়কে কেন্দ্র করে মুঠোফোনে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে মেহেদুল মুঠোফোনে তাঁর শাশুড়িকে বাড়ির সামনে পাকা সড়কে আসতে বলেন। এ সময় তাঁর শাশুড়ি সেখানে গেলে মেহেদুল তাঁর হাতে থাকা প্লাস্টিকের বোতলভর্তি পেট্রল শাশুড়ির গায়ে ছিটিয়ে দেন। পরে তাঁর হাতে থাকা গ্যাস লাইটার দিয়ে শাশুড়ির গায়ে আগুন ধরিয়ে দেন। এতে শাশুড়ি বুলবুলি বেগমের পুরো শরীর আগুনে দগ্ধ হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, আজ সকালে বিরামপুর পৌর শহরে মেহেদুল ইসলাম নামের এক ব্যক্তি তাঁর শাশুড়ির গায়ে পেট্রল ছিটিয়ে দিয়ে আগুন দিয়েছেন। আহত ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। জামাতা মেহেদুল পলাতক। তাঁর অবস্থান শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক আতাউর।