বিশ্বজয়ের ৫০ বছর পূর্তি উৎসব করবে ওয়েস্ট ইন্ডিজ, রোমাঞ্চিত হোল্ডিং
২১ জুন ১৯৭৫।
লর্ডসের ব্যালকনির সামনে বানানো মঞ্চে ট্রফি হাতে ক্লাইভ লয়েড। ক্রিকেট–বিশ্ব সেই প্রথম দেখল কোনো বিশ্বজয়ী অধিনায়ককে। ক্রিকেটও পেল প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন—ওয়েস্ট ইন্ডিজ।
এই বছর ওয়েস্ট ইন্ডিজের সেই বিশ্বজয়ের ৫০ বছর পূর্তি। আর সেটা ঘটা করেই উদ্যাপন করতে যাচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। গত সোমবার এক সংবাদ সম্মেলনে বিশ্বজয়ের সুবর্ণজয়ন্তী পালনের ঘোষণা দিয়েছেন সিডব্লুআই সভাপতি ড. কিশোর শ্যালো।
লর্ডসে প্রথম বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে ৮৫ বলে ১০২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন অধিনায়ক ক্লাইভ লয়েড নিজে। হয়েছিলেন ম্যাচসেরাও। চার বছর পর সেই লর্ডসেই স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে লয়েডের অধীন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বজয়ের সুবর্ণজয়ন্তী পালনের ঘোষণা দিয়ে সিডব্লুআই সভাপতি ড. কিশোর শ্যালো বলেন, ‘এই বছর আমরা ১৯৭৫ সালে আমাদের প্রথম বিশ্বকাপ জয়ের ৫০তম বার্ষিকী উদ্যাপন করব। আমরা পরিকল্পনার একেবারে শেষ ধাপে আছি। এখন শুধু কয়েকটি বিষয় চূড়ান্ত করা বাকি। এটি এ বছর আমাদের বার্ষিক পঞ্জিকার একটি মূল ঘটনা হবে।’
জুনে বার্বাডোজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের এই উদ্যাপন। শ্যালো বলেন, ‘আমাদের মধ্যে এখনো (প্রথম বিশ্বকাপজয়ী) ১২ জন কিংবদন্তি জীবিত আছেন। আমরা বার্বাডোজে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁদের সেই সাফল্য উদ্যাপন করতে যাচ্ছি।’
১৯৭৫ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের ১৪ জনের মধ্যে এখনো জীবিত থাকা ১২ জন সদস্য হলেন ক্লাইভ লয়েড (৮০), ভিভ রিচার্ডস (৭৩), গর্ডন গ্রিনিজ (৭৩), অ্যালভিন কালীচরণ (৭৬), রোহান কানহাই (৮৯), বার্নার্ড জুলিয়েন (৭৫), ডেরিক মারে (৮১), ভ্যানবার্ন হোল্ডার (৭৯), অ্যান্ডি রবার্টস (৭৪), কলিস কিং (৭৩), ল্যান্স গিবস (৯০) ও মরিস ফস্টার (৮১)। পরপারে চলে গেছেন দুজন—রয় ফ্রেডেরিকস (৫৭ বছর বয়সে ২০০০ সালের সেপ্টেম্বরে মারা যান) ও কিথ বয়েস (৫৩ বছর বয়সে ১৯৯৬ সালের অক্টোবরে মারা যান)।
আমি মনে করি এটি একটি দুর্দান্ত পরিকল্পনা। আমি উদ্যাপনের বিস্তারিত জানি না, তবে আমাদের অর্জনগুলো উদ্যাপন করার ধারণাটা দারুণ।মাইকেল হোল্ডিং
সেই বিশ্বকাপ না খেললেও ওয়েস্ট ইন্ডিজের ১৯৭৯ বিশ্বকাপজয়ী দলে ছিলেন কিংবদন্তি ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। সিডব্লুআইয়ের পরিকল্পনা নিয়ে রোমাঞ্চিত সর্বকালের অন্যতম সেরা এই পেসার, ‘আমি মনে করি এটি একটি দুর্দান্ত পরিকল্পনা। আমি উদ্যাপনের বিস্তারিত জানি না, তবে আমাদের অর্জনগুলো উদ্যাপন করার ধারণাটা দারুণ।’