‘সত্যি চক্করে পড়ে গেলাম’, মোশাররফের ‘চক্কর-৩০২’ দেখে লিখলেন যাদু

‘চক্কর ৩০২’ ছবির পোস্টারে মোশাররফ করিমসহ অন্য অভিনযশিল্পীরা

‘আমি প্রত্যহই পুণ্যবান/ অভিনয়ের সে-সূর্য ঝলকে—/ এই বৃদ্ধ বয়সের শ্রদ্ধাই/ ভরে রাখছি কবিতার স্তবকে.../ আমার কাছে অভিনেতাই আজ/ সাক্ষাৎ ঈশ্বর—/ বাংলাদেশের মাটিতে রেখে দিলাম/ মোশাররফের জন্য আমার প্রণাম দিয়ে গড়া/ ছোট্ট চালাঘর!’ মোশাররফ করিমের অভিনয়ে মুগ্ধ হয়ে কবিতায় এই নিবেদন কবি জয় গোস্বামীর।  
না, নায়কোচিত চেহারা, নির্দিষ্ট শারীরিক গঠনের মতো বাহ্যিক যে তকমাগুলো দিয়ে চলচ্চিত্র অঙ্গন মুখর, তা অনেকের নেই, থাকে না। তারপরও তকমাগুলোকে থোড়াই কেয়ার করে শুধু অভিনয় দক্ষতা দিয়েই চলচ্চিত্র শিল্পে ফুল ফুটিয়েছেন এমন অভিনেতা-অভিনেত্রীর সংখ্যাও কিন্তু কম নয়। মোশাররফ করিমও তাঁদের একজন। নিজের দারুণ অভিনয়নৈপুণ্য দিয়েই তিনি হাসিল করেছেন অজস্র দর্শকের প্রিয় অভিনেতার আসন; সেরার খেতাব। সে হোক মহল্লার বড় ভাই, বন্ধুর ভাই, পকেটমার, আদর্শ প্রেমিক কিংবা বাসে চড়ে লোক ঠকানো বাটপারের চরিত্র, প্রতিটি চরিত্রেই সফল অভিনয় করেছেন তিনি। চরিত্রের সঙ্গে মিশে গেছেন ওতপ্রোতভাবে। মোশাররফ করিম হাস্যরসাত্মক চরিত্রে বৃষ্টির মতো যেমন সহজ হয়েছেন। তেমনি মুখভার করে গম্ভীর চরিত্রে হয়েছেন বিদ্যুতের ঝলকানির মতো কঠিন।    
‘অতিথি’ নাটকের মধ্য দিয়ে টেলিভিশনে অভিষেক হয় মোশাররফ করিমের। তারপর ধাপে ধাপে নাটক থেকে টেলিফিল্ম, সিনেমায় আলো ছড়িয়ে চলেছেন এই অভিনেতা। ‘হাড়কিপটে’ ধারাবাহিকের গোল্লা, ‘ভবের হাট’-এর ভাসান খাঁ, ‘সাকিন সারিসুরি’র রুইতনের মতো চরিত্রগুলোতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন।

বড় পর্দায় ‘জয়যাত্রা’ সিনেমা দিয়ে তাঁর অভিষেক হয়। ২০০৪ সালে। সিনেমাটি পরিচালনা করেন তৌকীর আহমেদ। তারপর ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘প্রজাপতি’, ‘টেলিভিশন’,  ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’সহ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও তাক লাগিয়ে দিয়েছেন। বিশেষ করে ওসি হারুন চরিত্রে অভিনয় করে পৌঁছে গেছেন দর্শকের মণিকোঠায়। ‘আধুনিক বাংলা হোটেলে’ও তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।

‘চক্কর ৩০২’ সিনেমার পোস্টারে মোশাররফ করিম

যে কারণে মোশাররফ করিমের নাটক-সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ যেমন তুঙ্গে থাকে। তেমনি প্রত্যাশাও থাকে বেশি। গতকাল প্রেক্ষাগৃহে এসেছে  সিনেমা ‘চক্কর ৩০২’। নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ, দর্শকের কাছে  জীবন নামেই বেশি পরিচিত তিনি। তাঁর পরিচালনায় সিনেমা ‘চক্কর ৩০২’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই সিনেমায় তাঁকে ডিবি অফিসারের চরিত্রে দেখা যাবে।
সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকে বেশ সাড়াও পড়েছে। ২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলার দেখে ইউটিউবে মন্তব্যের ঘরে মন্তব্যও জানিয়েছেন দর্শক। জিয়াউদ্দিন লিখেছেন,‘কোনো সন্দেহ নাই মোশাররফ করিম অসাধারণ অভিনয় করবেন। তবে আমার মনে হয়, আমি একটি অতি অসাধারণ নির্মাণ দেখব সরাফ আহমেদ জীবনের। আমার কাছে মনে হইছে অসাধারণ রহস্য, উত্তেজনা, অপরাধের মিশ্রণ হবে। অসাধারণ হইছে ট্রেইলারটা। শুভকামনা করিম+জীবন। আশা করি, এইটার দ্বিতীয় পর্ব থাকবে। ওইটা আরও জমাবেন।’ কেউ কেউ ট্রেলার দেখে ‘মহানগর’ এর কথাও স্মরণ করেছেন। তাঁদের মন্তব্য, ‘ মহানগর ৩–এর অপেক্ষা করতে করতে পেয়ে গেলাম, “চক্কর ৩০২”।’

আরও পড়ুন

মুক্তির পর ইতিমধ্যে সিনেমাটি হলে দেখেও ফেলেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতির কথাও জানাতে শুরু করেছেন। অভিনেতা আবদুল্লাহ আল সেন্টু ভালো অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। আলোচিত ‘অ্যালেন স্বপন’ সিরিজে সেন্টুর ‘যাদু’ চরিত্রটি সাড়া ফেলেছে। ফেসবুকে অ্যালেন স্বপনের সেই যাদু লিখেছেন, ‘শুধু বলব চক্কর-৩০২ কেউ দেখতে মিস করবেন না! চক্কর-৩০২ দেখে সত্যিই চক্করে পড়ে গেলাম, কী নেই একটা গল্পে, পরিবারের আবেগ–অনুভূতি, ভালোবাসা, ঝগড়া চারপাশের সমাজের নতুন প্রজন্মের একটি ভুল চিন্তার মধ্য দিয়ে বেড়ে ওঠা সত্যিই চমৎকার, মোশাররফ করিম ভাই দেখিয়ে দিলেন উনি অভিনয়ের জাদুকর; আরও সাথে মৌসুমি নাগ আপু অসাধারণ, তারিন আপু কি সাবলীল, রওনক হাসান ভাই সত্যি চমৎকার, দিনার ভাই একজন আলো ছড়ানো অভিনেতা, লিমা আপু সুন্দর, দুজন নতুন ছেলে যতটুকু ছিল খুবই ভালো চরিত্রকে এগিয়ে নিয়ে গেছে! সুমন আনোয়ার ভাই সুন্দর আরও শাহাদাত শিশির মামা তুমি মামা হয়ে গেলা, শাশ্বত দত্ত খুবই চমৎকার। জাহিদ ভাই অল্প সময়ে বুঝিয়ে গেছেন উনি অভিনয়টা করতে এসেছেন ভিলেন হতে আসেন নাই! আর জীবন ভাই থেকে শুরু করে ক্যামেরার পিছনে যাঁরা ছিলেন, সবার পরিশ্রম পর্দায় দেখা গেছে। এমন গল্পের সিনেমা বহুদিন পরে দেখা হলো।’

আরও পড়ুন

ট্রেলার নিয়ে দর্শকের উচ্ছ্বাস, সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া সাড়া সব মিলিয়ে আশা রাখা যায় যে সময় যত গড়াবে ‘সিনেমাটি’ নিয়ে ততই কথা হবে। দর্শক তাঁদের অনুভূতি জানাবেন। জানাবেন মোশাররফ করিম প্রত্যাশার কতটা পূরণ করতে পারলেন আর চক্কর ৩০২-ই বা কতটা আলো ছড়াল।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার, রওনক হাসান, সুমন আনোয়ার, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।