ব্রাজিলের সেই আন্তনিকে কিনতেই এখন ‘গণচাঁদা’ তোলার ডাক

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর থেকে আন্তনি আছেন দুর্দান্ত ছন্দেফেসবুক

ম্যানচেস্টার ইউনাইটেডে অনেক প্রত্যাশা নিয়ে গিয়েও সফল হতে পারেননি আন্তনি। জাতীয় দল ব্রাজিলেও পারেননি থিতু হতে। প্রতিভাবান হয়েও ধারাবাহিক ব্যর্থতার কারণে একপর্যায়ে কোণঠাসা হয়ে পড়েন। শেষ পর্যন্ত ইউনাইটেড থেকে গত জানুয়ারিতে ধারে যোগ দেন রিয়াল বেতিসে।

ইংল্যান্ড থেকে স্পেনে যাওয়ার পর আন্তনি যেন আমূল বদলে গেছেন। একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে সাহায্য করে যাচ্ছেন বেতিসকে। কখনো গোল করে, কখনো গোলে সহায়তা করে আবার কখনো শুধু খেলা দিয়েই নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে যাচ্ছেন।

বেতিসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৪ গোল করার পাশাপাশি ৪টি গোলও করিয়েছেন আন্তনি। সর্বশেষ আন্দালুসিয়ান ডার্বিতে সেভিয়াকে ২–১ গোলে হারানোর পথে বেতিসের হয়ে দারুণ খেলেন।

আরও পড়ুন

এই ম্যাচ শেষে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে খানিকটা মজা করেন সতীর্থ ইসকো। বলেছেন,আন্তনিকে স্থায়ীভাবে কিনতে তাদের এখন গণচাঁদা সংগ্রহ করতে হবে।

গতকাল রাতে লা লিগার ম্যাচে জনি কারদোসো এবং চুছো হার্নান্দেজের গোলে সেভিয়ার বিপক্ষে জয় পায় বেতিস। ম্যাচে গোল না পেলেও আলো ছড়িয়েছেন আন্তনি।

আন্তনিকে ধরে রাখতে চান ইসকো
ইনস্টাগ্রাম

ইসকো বলেছেন, ‘আমাদের গণচাঁদা সংগ্রহ করতে হবে। তাহলে সে (আন্তনি) আরও এক বছর থাকতে পারবে। সে আসার পর আমরা বদল লক্ষ করেছি। সে আমাদের অনেক কিছু এনে দিয়েছে।’

অথচ এই আন্তনিই ইউনাইটেডে ম্যাচের পর ম্যাচে সংগ্রাম করেছেন। দলটির হয়ে ৯৬ ম্যাচ খেলে করেন মাত্র ১২ গোল। পারফরম্যান্স দিয়েও পারেননি তেমন কোনো প্রভাব ফেলতে।

আরও পড়ুন

তবে রুবেন আমোরিমের অধীনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়ার পরই তাঁকে ধারে বেতিসে পাঠিয়ে দেয় ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। আর এর পর থেকেই আন্তনির বদলে যাওয়া। ইউনাইটেডের সঙ্গে অবশ্য এখনো দুই বছরের চুক্তি বাকি আছে তাঁর। এখন ধারের মেয়াদ শেষে আন্তনি ইউনাইটেড ফিরবেন নাকি বেতিসেই থেকে যাবেন, সেটাই দেখার অপেক্ষা।