বগুড়া কেন্দ্রীয় ঈদগাহে প্রথমবারের মতো থাকছে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা

ঈদগাহ ময়দানের সাজসজ্জার কাজ চলছে। গতকাল শনিবার দুপুরে বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানেছবি: সোয়েল রানা

পবিত্র ঈদুল ফিতরে বগুড়ায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথমবারের মতো নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল সাড়ে আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া থাকলে বা বৃষ্টি হলে একই সময়ে বিকল্প ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নিউমার্কেটসংলগ্ন কেন্দ্রীয় বড় মসজিদ এবং স্টেশন সড়কসংলগ্ন বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে।

কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী। সেখানে পুরুষ মুসল্লিদের পাশাপাশি এবার নারীদের জন্য আলাদাভাবে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রেখেছে বগুড়া পৌরসভা ও জেলা প্রশাসন।

এদিকে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ছাড়াও জেলাজুড়ে এবার ১ হাজার ৮০৩টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শহরের সূত্রাপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শনকালে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা গতকাল শনিবার এ তথ্য জানান।

ঈদগাহ ময়দানের সাজসজ্জার কাজ চলছে। গতকাল শনিবার দুপুরে বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে
ছবি: প্রথম আলো

প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল পৌনে নয়টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ ঈদগাহ্ ময়দানে ঈদের জামাত হবে। সকাল সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে আল-জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম জামিল মাদ্রাসা জামে মসজিদ ময়দানে। সরকাবি আজিজুল হক কলেজ ময়দান (পুরোনো ভবন) ও চকলোকমান লতিফপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। সকাল পৌনে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে মালতিনগর ঈদগাহ ময়দান ও বৃন্দাবনপাড়া ঈদগাহ ময়দানে। শহরের অন্যান্য ঈদগাহে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠত হবে।

এ ছাড়া আহলে হাদিস অনুসারীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় বগুড়া জিলা স্কুল ময়দানে। সকাল আটটা ও নয়টায় ঈদের দুটি জামাত হবে ঠনঠনিয়া ঈদগাহ্ ময়দান।

ঈদুল ফিতরে শহরজুড়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা। তিনি বলেন, ধমীর্য় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের কাজ করছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কয়েক স্তরে নিরাপত্তাবলয় থাকবে। সাদাপোশাকে গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের পুলিশ মাঠে থাকবে।