পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেল বিশাল এক গ্রহাণু

গ্রহাণুর প্রতীকী ছবিনাসা

বিজ্ঞানীরা মনে করেন, কোটি কোটি বছর আগে এক গ্রহাণুর আক্রমণে পৃথিবী থেকে ডাইনোসরসহ অনেক প্রাণী ধ্বংস হয়ে গেছে। সেই গ্রহাণু সৌরজগতের কোন এলাকা থেকে এসেছিল, তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সেই রহস্যের সমাধান না হলেও মাঝেমধ্যেই বিভিন্ন গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যায়। আজ বুধবার ‘২০২৪ টিএন১৭’ নামের এমনই এক গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেল।

বিজ্ঞানীদের তথ্যমতে, ২০২৪ টিএন১৭ নামের গ্রহাণুটি আজ বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩৪ মিনিটে প্রায় ৩০ লাখ মাইল দূর থেকে পৃথিবীকে পাশ কাটিয়ে গেছে। গ্রহাণুটির ব্যাস প্রায় ৫৪০ ফুট, যেখানে মিসরের গিজার পিরামিডের উচ্চতা ৪৪৯ ফুট। পৃথিবীর পাশ দিয়ে চলে যাওয়ার সময় গ্রহাণুটির গতি ছিল ঘণ্টায় ৪৮ হাজার মাইলের বেশি।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মানদণ্ড অনুযায়ী, যদি কোনো গ্রহাণু পৃথিবীর ৪৬ লাখ ৫০ হাজার মাইলের মধ্যে চলে আসে ও ব্যাস ১৪০ মিটারের বেশি হয়, তখন সেটিকে সম্ভাব্য বিপজ্জনক আখ্যা দেওয়া হয়। ২০২৪ টিএন১৭ গ্রহাণুটি নাসার বিপজ্জনক তালিকায় আসার দুটি শর্তই পূরণ করেছিল। এ বিষয়ে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেমস ও’ডোনোগু জানিয়েছেন, ২০২৪ টিএন১৭ বেশ বড় গ্রহাণু। একটি বড় শহরকে ধ্বংস করার জন্য যথেষ্ট বড়।

১১ বছর আগে ২০২৪ টিএন১৭ গ্রহাণুটি আবিষ্কার করেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যমতে, গ্রহাণুটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে ১ হাজার ২৪০ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করছে। নাসা জানিয়েছে, ১৪০ মিটার ব্যাসের চেয়ে বড় প্রায় ১১ হাজারের মতো গ্রহাণু রয়েছে, যেগুলো মাঝেমধ্যেই পৃথিবীর কাছাকাছি চলে আসে।

সূত্র: ডেইলি মেইল