ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৯ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় দাবানলে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২৬ মার্চ ২০২৫  
দক্ষিণ কোরিয়ায় দাবানলে নিহত ২৪

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে একাধিক দাবানলে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগেরই বয়স ৬০ থেকে ৭০ এর কোঠায়। প্রায় ২৬ জন আহত হয়েছেন - যাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ দাবানলে ২৩ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগুনে উইসং শহরের এক হাজার ৩০০ বছরের পুরনো গৌনসা মন্দিরটি পুড়ে গেছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু বলেছেন, “আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের রেকর্ড পুনর্লিখন হচ্ছে।”

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার বিকেলে সানচেং কাউন্টিতে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা উইসং কাউন্টিতে ছড়িয়ে পড়ে।

বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, তীব্র ও শুষ্ক বাতাসের কারণে দাবানল পার্শ্ববর্তী কাউন্টি আন্দং, চেওংসং, ইয়ংইয়ং এবং ইয়ংডিওকের দিকে এগিয়ে যাচ্ছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফরেস্ট সায়েন্সের বন দুর্যোগ বিশেষজ্ঞ লি বায়ুং-ডু রয়টার্সকে বলেন, উইসংয়ের দাবানল ‘অকল্পনীয়’ মাত্রা এবং গতিতে ছড়িয়ে পড়ছে।

কর্তৃপক্ষের মতে, বুধবার দুপুরের পর উইসং কাউন্টির পাহাড়ে একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য হাজার হাজার অগ্নিনির্বাপক কর্মী এবং প্রায় পাঁচ হাজার সামরিক কর্মী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি কোরিয়ায় মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়