ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

বাবাকে হত্যার পর পালাতে গিয়ে ছেলের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ২৪ মার্চ ২০২৫   আপডেট: ২০:০৭, ২৪ মার্চ ২০২৫
বাবাকে হত্যার পর পালাতে গিয়ে ছেলের মৃত্যু

স্বজনদের আহাজারি

শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর পালাতে গিয়ে বাড়ির পাশের একটি ফসলি জমিতে পড়ে ছেলেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রবিবার (২৩ মার্চ) রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন- ওই গ্রামের মকবুল হোসেন মোল্ল্যা (৬৫) ও তার ছেলে রুবেল মোল্ল্যা (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আরেকটি  বিয়ে করেন মকবুল হোসেন। এরপর থেকেই প্রথম স্ত্রীর বড় ছেলে রুবেল মোল্ল্যার সঙ্গে মকবুল হোসেনের কলহ সৃষ্টি হয়। এর জেরে রবিবার রাতে বাবা-ছেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পরে দৌড়ে পালানোর চেষ্টা করেন রুবেল মোল্ল্যা। কিন্তু, বাড়ির পাশের একটি জমিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘‘পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। পরবর্তীতে বাড়ির পাশের একটি জমিতে ছেলের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ছেলে রুবেল মোল্লা মারা গেছেন। এ বিষয়ে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/আকাশ/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়