মালিঙ্গা থেকে কেকেআর—তামিমের সুস্থতা কামনা সবার

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবালছবি: প্রথম আলো

সাভারের বিকেএসপিতে আজ মোহামেডানের ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হন তামিম ইকবাল। বিকেএসপির অদূরে কাশিমপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন। হার্টে ব্লক ধরা পড়ার পর একটি রিংও পরানো হয়েছে। বর্তমানে তামিম কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন।

তামিমের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তেই তাঁর সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন অনেকে। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে শুরু করে লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা থেকে সাবেক সতীর্থ তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজসহ অনেকেই তামিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

দ্রুত সেরে ওঠো, তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।
কলকাতা নাইট রাইডার্স
কেপিজে স্পেশালাইজড হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিট। এখানেই তামিমের চিকিৎসা চলছে
ছবি: প্রথম আলো
তামিমের দ্রুত এবং পুরোপুরি সুস্থতা কামনা করছি! মাঠে যেমনটা তুমি সব সময় করেছ, ঠিক তেমনই লড়াই চালিয়ে যাও।
লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কার কিংবদন্তি
মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।
মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের সাবেক অধিনায়ক
কেপিজে বিশেষায়িত হাসপাতালে সংবাদমাধ্যমকর্মীদের ভিড়
ছবি: প্রথম আলো
ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন তামিম ইকবাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর অবস্থা অবনতির দিকে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে আপনার প্রার্থনায় তাঁকে স্মরণে রাখুন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে তোলেন।
তাসকিন আহমেদ, বাংলাদেশ পেসার
হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।
মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ অলরাউন্ডার
বিকেএসপিতে আজ টস করার মুহূর্তে সুস্থ ছিলেন তামিম ইকবাল
ছবি: বিসিবি
সবার কাছে অনুরোধ, তামিম ইকবাল ভাইকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন তাঁর সঙ্গে থাকেন।
তানজিদ হাসান, বাংলাদেশ ওপেনার