যশোরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
যশোরের অভয়নগরে ধর্ষণের মামলায় শামীম হাসান নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মো. গোলাম কবির এই রায় দেন।
দণ্ডিত শামীম হাসানের বাড়ি অভয়নগর উপজেলার বাসুয়াড়ি পূর্বপাড়ায়।
আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০ সালের ১৮ আগস্ট সকালে শামীম তাঁর আত্মীয় এক কিশোরীকে বাড়িতে ডেকে নেন। এরপর তিনি ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে মেয়েটি বাড়ি ফিরে বোন ও বাবাকে এ কথা জানায়। ওই দিনই অভয়নগর থানায় শামীম হাসানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। ২০২১ সালের ৩০ নভেম্বর এ মামলায় শামীম হাসানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে শামীম হাসানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন বিচারক।
যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর পিপি আব্দুল লতিফ জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।