পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, পদ ২৫

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। পিরোজপুর জেলা/পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার বাসিন্দা/নাগরিকেরা আবেদন করতে পারবেন না। এ ছাড়া বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলার স্থায়ী বাসিন্দা/নাগরিকেরা আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার

পদসংখ্যা: ২৫

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। অবশ্যই সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া, যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। সুঠাম দেহের অধিকারীসহ ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। গ্রাহকদের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেলসহ বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পবিসের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে। নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০,০০০ টাকা জমা দিতে হবে।

আরও পড়ুন

ধরন: তিন বছর মেয়াদি চুক্তিভিত্তিক

বেতন-ভাতা: মাসিক মূল বেতন ১৪,৭০০ টাকা। এ ছাড়া অন্য ভাতা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী দেওয়া হবে।

বয়স: ১৭ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। ১৮ বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুন

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৭ মার্চ থেকে ৮ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুন