অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন নিয়ে টালবাহানা করছে: বিএনপি নেতা ইশরাক
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সঠিক সময়ে নির্বাচন আয়োজন নিয়ে টালবাহানা করছে। সঠিক সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশকে দায়মুক্তি দিতে হবে। জেল, জুলুম, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে বিএনপি বর্তমান অবস্থায় এসেছে। নতুন যাঁরা দল গঠন করেছেন, তাঁরা ভাবছেন তাঁরাই দেশকে স্বাধীন করেছেন; কিন্তু সেই ধারণা ভুল। ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। যাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন, তাঁরাই স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়েছেন, বিষয়টি এমন নয়। বিএনপির লড়াই এখনো শেষ হয়ে যায়নি, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই ছিল আন্দোলনের মূল লক্ষ্য।
আজ শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার–পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন এ কথাগুলো বলেন। মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
আলোচনায় সভায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন আরও বলেন, খুনি হাসিনার বিচার করতে হবে। একমাত্র বিএনপিই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে পারবে। কারণ, গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ বছর ধরে লড়াই-সংগ্রামে বিএনপি রাজপথে সাহসী সৈনিকের ভূমিকা পালন করছে।
আলোচনা সভায় মীর শাহে আলম বলেন, জামায়াতের নেতারা বিএনপির সমালোচনা করেন। অথচ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদারতার কারণেই জামায়াত নেতারা গাড়িতে পতাকা ওড়াতে পেরেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। এখন জামায়াত নেতারা সব ভুলে গেছেন।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল করিম প্রমুখ।