ভুটানের লিগে খেলতে মাসুরা-রুপনাকে বাফুফের ছাড়পত্র

বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমাপ্রথম আলো

বিদেশি লিগে খেলার স্বপ্ন কার না থাকে! বাংলাদেশের নারী ফুটবলারদের তো আরও বেশি। প্রথমবারের মতো সেই স্বপ্ন পূরণ হতে চলেছে গোলরক্ষক রুপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীনের। দুজনই ভুটানের লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার কথা। এরই মধ্যে বাফুফে এই দুই খেলোয়াড়কে ভুটানের লিগে খেলার ছাড়পত্র দিয়েছে। সম্প্রতি নারী ফুটবলে বিদ্রোহ করা ১৮ খেলোয়াড়ের অন্যতম দুজন তাঁরা।

এ প্রসঙ্গে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম আজ প্রথম আলোকে বলেন, ‘মাসুরা ও রুপনার ব্যাপারে ইতিবাচক সাড়াই দিয়েছি আমরা। ভুটান প্রথমে এই দুজনকে চায়। আমরা বলেছি, ঠিক আছে। পরে ওরা স্ট্রাইকার চায়। তবে এখনো কোনো নাম দেয়নি আমাদের কাছে।’ আগামী ১৫ এপ্রিল ভুটানের নারী লিগ শুরু হওয়ার কথা। এই লিগ প্রায় ৬ মাস ধরে চলে। বাংলাদেশের দুই খেলোয়াড় ঈদের আগেই থিম্পুতে যেতে পারেন। সেটা সম্ভব না হলে ঈদের পরে যেতে পারেন। ভুটানের লিগ চলাকালে এই খেলোয়াড়েরা জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে তাঁরা ঢাকায় ফিরে আসবেন।

মাসুরা পারভীন
প্রথম আলো

ভুটানের ক্লাবের কাছ থেকে কত টাকা পাবেন, সে নিয়ে খুব একটা ভাবছেন না মাসুরা, গুরুত্ব দিচ্ছেন খেলার সুযোগ পাওয়াকেই। জানা গেছে, ট্রান্সপোর্ট ইউনাইটেডের চেয়ে ভুটানের আরেকটি ক্লাব মাসুরাকে আরও বেশি অঙ্কের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মাসুরা তা গ্রহণ করেননি।

বিদেশি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের মেয়েদের আগেই হয়েছে। সাবিনা খাতুন মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলেছেন। কলকাতা ইস্টবেঙ্গলের জার্সিতে খেলার সুযোগ হয়েছে সানজিদা আক্তারের। সেই ধারাবাহিকতায় গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে যান বাংলাদেশের চার ফুটবলার সাবিনা খাতুন, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা। এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য তাঁদের নিয়েছিল ভুটানের ক্লাবটি।